Friday, June 14, 2024

সেকশন

English
Dhaka Tribune

স্ত্রীর প্রশংসা করে ট্রলিংয়ের শিকার কোহলি!

স্ত্রীর প্রশংসা করে বিপাকে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৬ পিএম

ফের বিতর্কে বিরাট কোহলি। অবশ্য বিষয়টা নতুন কিছু নয়। বিতর্ক যেন তাকে তাড়া করে বেড়ায়। নিন্দুকদের এমন মন্তব্য অবশ্য একেবারে অমূলক নয়। এবার স্ত্রী আনুশকা শর্মার নতুন ছবি ‘জিরো’ দেখে প্রশংসা করে বিপাকে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

সোমবার (২৪ ডিসেম্বর) টুইটারে নতুন করে ট্রলের শিকার হন কোহলি। আসলে সদ্য রিলিজ হওয়া ছবি ‘জিরো’ দেখে রবিবার স্ত্রী আনুশকার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন তিনি। টুইট করে আনুশকার অভিনয়ে নিজের মুগ্ধতার কথা জানান তিনি। এরপরেই শুরু হয় পাল্টা টুইটের বন্যা।

প্রসঙ্গত, বক্স অফিসে এখনও তেমন সাড়া ফেলতে পারেনি ‘জিরো’। শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা অভিনীত এই সিনেমা ঠিক কী কারণে কোহলির ভাল লাগতে পারে, তা ভেবেই অবাক সবাই। অনেকেই বলছেন কেবল ‘বেটার হাফ’ বলেই আনুশকার এমন ঢালাও প্রশংসা করেছেন তিনি।

About

Popular Links