Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

২৮ প্রেক্ষাগৃহে শাকিব-পূজার ‘গলুই’

প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও এ প্রজন্মের নায়িকা পূজা চেরি

আপডেট : ০২ মে ২০২২, ০২:২২ পিএম

প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও এ প্রজন্মের নায়িকা পূজা চেরি। নির্মাতা এস এ হক অলিকের ‘‘গলুই’’  সিনেমায় দেখা যাবে তাদের। আগামীকাল ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের ২৮টি হলে মুক্তি পাবে সিনেমাটি।

সোমবার (২ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে হলের তালিকা প্রকাশ করেছেন নির্মাতা এসএ হক অলিক। ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা, সীমান্ত সম্ভার, মিরপুর ও মহাখালী চারটি শাখায় চলবে ‘গলুই’। এছাড়াও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, জিঞ্জিরার লায়ন সিনেপ্লেক্স, নবীনগরের সেনা অডিটোরিয়ামে দেখা যাবে সিনেমাটি।

ঢাকার বাইরে ছবিটি দেখা যাবে- সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), রূপকথা (পাবনা), মডার্ন (দিনাজপুর), সনিয়া (বগুড়া), ঝুমুর (জয়দেবপুর), বিজিবি (সিলেট), স্বর্ণমহল (রূপসী), সাথী (আড়াইহাজার), সোহাগ (ঘোড়াশাল), রংধনু (নজিপুর), চিত্রালি (খুলনা), আশা (মেলান্দহ, জামালপুর), রুমা (মুক্তাগাছা), আনন্দ (কুলিয়ারচর), মল্লিকা (উল্লাপাড়া), শিল্পকলা (জামালপুর), নুরুন্নাহার মাল্টি (মাদারগঞ্জ, জামালপুর), ফরিদুল হক খান অডিটোরিয়াম (ইসলামপুর, জামালপুর), কথাচিত্র (কটিয়াদি), নাজমা ( জয়পুরহাট) ও আলোছায়া (শরীয়তপুর)।

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত ‘‘গলুই’’ সিনেমায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে একটি সহজ-সরল প্রেম কাহিনি। এতে শাকিব অভিনয় করেছেন লালু চরিত্রে, আর পূজা আছেন মালার ভূমিকায়। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ। সরকারি অনুদানের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজনায় আছেন খোরশেদ আলম খসরু।

   

About

Popular Links

x