Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঈদে হাবিবের নতুন মিউজিক ভিডিও

মিউজিক ভিডিওটি অদিত রহমানের নির্দেশনা ও গাঙচিলের প্রযোজনায় নির্মিত।

আপডেট : ২১ জুন ২০১৮, ০৪:৪৩ পিএম

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জনপ্রিয় কন্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ‘অচীন মায়া’ শিরোনামে একটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ করেছে। ভিডীওতে হাবিবের সাথে মডেল আয়েশা মারজানাকে দেখা যাবে। চট্টগ্রামের ফটিকছড়ির ঘন রাবার বনে ভিডিওটি শ্যুট করা হয়েছে।

হাবিব বলেন, “আমরা চাইলেই গাজিপুর শালবনে ভিডিওটি করতে পারতাম। কিন্তু দর্শকদের জন্য নতুন কিছু করতেই আমরা এতো টাকা খরচ করে ফটিকছড়ি গিয়েছি।” 

গুঞ্জন রহমানের লেখা গানে সুর ও কন্ঠ দিয়েছেন হাবিব নিজেই। 



   

About

Popular Links

x