Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘থ্রি ইডিয়টস’ সিকুয়েলের কাজ চলছে

‘থ্রি ইডিয়টস’ আর ‘পিকে’ ছবির সিকুয়েল নির্মাণ করবেন বলে জানিয়েছেন পরিচালক রাজকুমার হিরানী। 

আপডেট : ২১ জুন ২০১৮, ১০:৩৫ পিএম

বলিউডের দর্শক নন্দিত ছবি ‘থ্রি ইডিয়টস’ এবং ‘পিকে’। ছবি দুইটি ভালোই ব্যবসা সফল হয়েছে। এই ছবিগুলো দিয়ে খুব নাম কামিয়েছেন পরিচালক রাজকুমার হিরানী। শিগগিরই এই দুই ছবির সিকুয়েল নির্মাণ করবেন বলে জানিয়েছেন এই পরিচালক।রাজকুমার হিরানীর পরিচালনায় বাজারে আসছে নতুন ছবি ‘সঞ্জু’।   

মুন্না ভাই এমবিবিএস’ রাজকুমার হিরানী পরিচালিত প্রথম ছবি। এই পরিচালকের ব্লকবাস্টার ছবি ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’র সিকুয়েলের দর্শকের আগ্রহের কমতি নেই। গুঞ্জন রটেছে, পরিচালক এই দুটি ছবির সিকুয়েল তৈরির কথা ভাবছেন। সম্প্রতি এ সম্পর্কে কথা বলেছেন তিনি। তিনি জনান,‘আমার মাথায় কিছু আইডিয়া আছে। কিন্তু সেগুলো খুব বেশি দূর এগোয়নি। আমি অবশ্যই “থ্রি ইডিয়টস” ছবির সিকুয়েল তৈরি করতে চাই। কারণ, এই ছবি নিয়ে আমার অনেক ভালো অভিজ্ঞতা আছে।’

রাজকুমার হিরানীর মতে, ‘আমি হুটহাট কিছু লিখে না ফেলে অনেক সময় ধরে চিত্রনাট্য তৈরি করায় বিশ্বাসী। ছবির গল্পের ব্যাপারে কোনো ছাড় দিতে চাই না।’ 

২৯ জুন মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানী পরিচালিত ছবি ‘সঞ্জু’।   

About

Popular Links