Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

ছেলের মা হলেন সোনম

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৬:৩৮ পিএম

মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর।

শনিবার (২০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

খবরটি নিশ্চিত করেছেন নীতু কাপুর।

স্বামী আনন্দ আহুজার সঙ্গে এটি তার প্রথম সন্তান।

সোনম ও তার স্বামী আনন্দ আহুজার দেওয়া যৌথ বিবৃতির ছবি শেয়ার করেছেন নীতু।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আজ নতমস্তক ও খোলা হৃদয়ে আমরা আমাদের ছেলে সন্তানকে স্বাগত জানিয়েছি। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু, পরিবার ও যারা আমাদের সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এটা শুধু সূচনা, তবে আমরা জানি আমাদের জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে।’’

খবরটি প্রকাশ্যে আসার পরই সোনম ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। নবজাতকের জন্য তারা শুভেচ্ছা জানাচ্ছেন।

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। গত মার্চে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান। এরপর প্রায়ই বেবি বাম্পসহ ছবি পোস্ট করতেন তিনি। পাশাপাশি অন্তঃসত্ত্বা হওয়ার বিভিন্ন অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করতেন।

About

Popular Links