Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

ব্যাংককে গোপন ক্যামেরায় চুমুর ছবি, যা বললেন পূজা

স্থিরচিত্রগুলো পূজা ও জোভানের কেউই পোস্ট করেননি। দুজনের অন্তরঙ্গ স্থিরচিত্রগুলো প্রকাশ্যে আসার পর ধন্দে পড়ে যান তাদের ভক্তরা। কেউ বলছেন, পর্দায় নয়, বাস্তবেও প্রেম করছেন তারা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৪ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী পূজা চেরি ও ছোটপর্দার অভিনেতা জোভানের কয়েকটি ঘনিষ্ঠ স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে। এই স্থিরচিত্রগুলো থাইল্যান্ডের ব্যাংকক থেকে তোলা।

রবিবার (৪ সেপ্টেম্বর) স্থিরচিত্রগুলো ছড়িয়ে পড়ে। স্থিরচিত্রগুলোর একটিতে পূজা ও জোভান দুজনকে রাস্তায় দাঁড়িয়ে চুমু খেতেও দেখা যাচ্ছে। 

জানা গেছে, ওয়েব ফিল্মের শুটিং করতে বেশ কয়েক দিন ধরেই থাইল্যান্ডের ব্যাংককে আছেন পূজা চেরি। ওই ওয়েব ফিল্মে তার বিপরীতে অভিনয় করছেন জোভান। 

স্থিরচিত্রগুলো পূজা ও জোভানের কেউই পোস্ট করেননি। দুজনের অন্তরঙ্গ স্থিরচিত্রগুলো প্রকাশ্যে আসার পর ধন্দে পড়ে যান তাদের ভক্তরা। কেউ বলছেন, সিনেমার শুটিংয়ের দৃশ্য। কেউ বলছেন, পর্দায় নয়, বাস্তবেও প্রেম করছেন তারা। আসল ঘটনা কী, জানতে যোগাযোগ করা হয় পূজা চেরির সঙ্গে।

ব্যাংকক থেকে হোয়াটসঅ্যাপে পূজা চেরি সংবাদমাধ্যমকে জানান, ছবিগুলো সিনেমার শুটিংয়ের, ব্যক্তিগত নয়। 

তিনি বলেন, “জোভানের সঙ্গে আমার একটা রোমান্টিক দৃশ্য ছিল। সেখানে জোভান আমাকে পেছন থেকে ডাক দেবে, ফুল দিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করবে। দৃশ্যটি যে জায়গায় শুটিংয়ের পরিকল্পনা ছিল, সেখানে শুটিংয়ের অনুমতি ছিল না। তাই আমরা প্ল্যান করি হিডেন ক্যামেরা দিয়ে শুট করার। সিনেমাটোগ্রাফার তার মতো করে ক্যামেরা চালাবেন, আমরা আমাদের মতো কাজটা শেষ করে চলে আসব। আমরা পরিকল্পনামতোই কাজ করেছি।”

শুটিংয়ের দৃশ্যের স্থিরচিত্রকে ব্যক্তিগত ছবি মনে করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নানা নেতিবাচক মন্তব্য করেছেন যা নিয়ে ভীষণ বিরক্ত অভিনেত্রী। 

তিনি বলেন, “শুটিংয়ের সময় কে কোন দিক থেকে ছবি তুলে উল্টাপাল্টা কথা লিখে ছড়িয়ে দেয়, আমরা জানি না। তাকে চিনিও না। যেটা হয়নি, করিনি, সেটার দায়ভার নিতে হচ্ছে। পরিষ্কার করে বলছি, ছবিগুলো সিনেমার শুটিংয়েরই। ওয়েব ফিল্মটা মুক্তি পেলে সবাই দেখতে পাবেন।”

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই মাহমুদুর রহমান পরিচালিত ওয়েব ফিল্ম “পরী”র শুটিংয়ে ব্যাংককে আছেন পূজা ও জোভান। নারী পাচারের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্মটি।

About

Popular Links