Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

মিগোস ব্যান্ডের র‌্যাপার টেকঅফকে গুলি করে হত্যা

সকালে একটি খেলার মাঠে নিজের চাচা ও ব্যান্ডের সহযোগীর সঙ্গে দাবা খেলছিলেন টেকঅফ, সেখানেই তাকে গুলি করা হয়

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৮:১৬ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে মিগোস ব্যান্ডের র‌্যাপার টেকঅফকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ নভেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সকালে একটি খেলার মাঠে নিজের চাচা ও ব্যান্ডের সহযোগীর সঙ্গে দাবা খেলছিলেন টেকঅফ। সেখানেই তাকে গুলি করা হয়।

২৮ বছর বয়সী এই তারকার আসল নাম কিরশ্নিক খারি বল।

নিজেদের প্রজন্মে অন্যতম প্রভাবশালী ব্যান্ডদলটি ‘‘মিগোস ফ্লো'' নামেও পরিচিত। স্ট্যাকাটো ট্রিপলেটগুলোতে র‌্যাপের এক বিশেষ শৈলি এই ব্যান্ডের হাতেই চালু হয়।

চলতি বছরের শুরুতে দলে ভাঙ্গন দেখা দিলেও ‘‘ব্যাড অ্যান্ড বুজি'', ‘‘ভার্সেস'' ও ‘‘ওয়াক ইট টক ইট''সহ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেছে মিগোস।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে হিউস্টনের ৮১০ বিলিয়ার্ডস ও বোলিং অ্যালির বাইরে একটি বারান্দায় উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়।

নিরাপত্তারক্ষীরা গুলির শব্দ শুনতে পেলেও কে গুলি করেছে তা দেখতে পাননি।

পুলিশ জানায়, গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তারা গুলিবিদ্ধ একজনকে দেখতে পান। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘাতককে ধরতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া থ্যের জন্য জনসাধারণের কাছে আবেদন করেছে নিরাপত্তারক্ষীরা।

হত্যার শিকার হওয়ার আগে বোলিং অ্যালিতে নিজের তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন টেকঅফ। ছবিতে পরিধান করা পোশাকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

   

About

Popular Links

x