Sunday, June 16, 2024

সেকশন

English
Dhaka Tribune

কারাগারে পরীমণির রাত কাটতো বই পড়ে

শব্দের জাদুকর হুমায়ূন আহমেদ নির্মিত বহুল প্রিয় চরিত্র হিমুকে পছন্দ করেন এই অভিনেত্রী, কারাবন্দি থাকার সময়ে মিসির আলিকে আবিষ্কার করেছিলেন তিনি

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১০:৫৯ পিএম

অবসর সময় পেলেই বই পড়ে সময় কাটান অভিনেত্রী পরীমণি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা পড়ছেন তিনি।

সংবাদ মাধ্যম দ্যা ডেইলি স্টারকে পরী জানিয়েছেন, “কারাবন্দি থাকার সময়েও তার রাত কাটতো বই পড়েই।

শব্দের জাদুকর হুমায়ূন আহমেদ নির্মিত বহুল প্রিয় চরিত্র হিমুকে পছন্দ করেন এই অভিনেত্রী। কারাবন্দি থাকার সময়ে মিসির আলিকে আবিষ্কার করেছিলেন তিনি।

তিনি বলেন, “মিসির আলি সিরিজটি পড়ে কারাগারে রাত কাটাতাম আমি। যদি আমি পুরো সিরিজটি না পড়তাম, আমি কখনই জানতাম না যে চরিত্রটি কতটা অবিশ্বাস্যভাবে লেখা হয়েছে।”

পরী বলেন, “অন্য অনেক লেখকের মধ্যে, রবীন্দ্রনাথ ঠাকুর আমার সবচেয়ে প্রিয়। তার অনেক বই-ই আমার পড়া।”

তিনি জানান, “ছোটবেলা থেকেই তার বই পড়ার শখ বেড়ে যায়।”

স্বপ্নজাল খ্যাত অভিনেত্রী বলেন, “শুটিংয়ের মাঝে বিরতিতেও, আমি সবসময় বই পড়ার চেষ্টা করেছি।”

“রাজ্য যখন আমার গর্ভে তখনও আমি প্রচুর পড়তাম।”

পরীর মতো তার স্বামী শরিফুল রাজও একজন বইয়ের পোকা বলে জানান অভিনেত্রী, তিনি বলেন, “যখনই সে শুটিংয়ের বাইরে থাকে, রাজ সবসময় তার ব্যাগে বই নিয়ে যায়, যা আমাকে অবাক করে।”

হুমায়ূন আহমেদ ও মুহম্মদ জাফর ইকবাল সর্বকালের দুই প্রিয় লেখক পরীমণির। এই দুই লেখকের অসংখ্য বই পড়া শেষ করেছেন তিনি।

পরী বলেন, “মুহম্মদ জাফর ইকবালের লেখা রাতুলের রাত রাতুলের দিন আমি দুবার পড়েছি।”

তিনি বলেন, “আমি কল্পনাও করিনি যে গল্পটি থেকে সিনেমা (সুন্দরবনের অ্যাডভেঞ্চার) করা হবে। আর আমিও তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। আগামী বছরের ২০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।”

পরীর পছন্দের তালিকায় রয়েছে ওপাড়ের তিনজন বিশিষ্ট লেখকের নামও। তারা হলেন, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং সমরেশ মজুমদার। তিনি বলেন, “আমি তাদের প্রায় সব জনপ্রিয় লেখা পড়েছি।”

এই অভিনেত্রী জানান, “রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার লাবণ্য চরিত্র তার ভীষণ পছন্দের।”

তিনি বলেন, “এই ভূমিকার জন্য আমার একটি দুর্বলতা আছে। আমাকে যখন এটার জন্য বলা হয়েছে আমি আকাশে উড়েছি মনে হয়েছে। দুর্ভাগ্যবশত, মহামারীটি সবকিছু ধ্বংস করে দিয়েছে ও প্রকল্পটি হয়নি।”

অভিনেত্রী আরও বলেন, “কেউ যদি তাকে আবার ওই ভূমিকায় প্রস্তাব দেয়। তাহলে তিনি অবশ্যই সেটি গ্রহণ করবেন।”

About

Popular Links