Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

সিনেমায় আসছেন নিশো, নায়িকা তমা

আগামী বছরের শুরুতেই নিশোর প্রথম এই সিনেমার শুটিং শুরু হবে

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৭:৪১ পিএম

আফরান নিশোর রূপালি জগতে শুরুটা মডেলিংয়ে। তারপর ছোট পর্দায় যাত্রা। সেখানে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। হালের ওটিটি প্ল্যাটফর্মে নজর কেড়েছেন। হয়েছেন আলোচিত। এমনকি তার ওয়েব সিরিজ হিন্দিতে ডাবিংও করা হয়েছে। কিন্তু বড় পর্দায় তার দেখা মেলেনি এতো বছরেও। বিভিন্ন সময় চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে প্রশ্ন করলে বলতেন, “সময় এলেই সিনেমা করবেন।”

এবার অবশেষে বড় পর্দায় নাম লিখিয়েছেন এই অভিনেতা। “সুড়ঙ্গ” শিরোনামের একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন আফরান নিশো, যেটি পরিচালনা করছেন রায়হান রাফি। আর সিনেমায় নিশোর নায়িকা হচ্ছেন পরিচালকের প্রেমিকা তমা মির্জা।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই নিশোর প্রথম এই সিনেমার শুটিং শুরু হবে। এজন্য সাম্প্রতিক সময়ে অন্য কাজের সংখ্যা কমিয়েছেন তিনি। 

গুঞ্জন আছে, চলচ্চিত্রের জন্য নিজেকে গড়ে তুলতেই আড়ালে এই অভিনেতা।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে আলফা-আই ও চরকি।

মুক্তির কয়েক মাস পর সিনেমাটি ওটিটি প্লাটফর্মে অবমুক্ত করা হবে।

সূত্র বলছে, আগামী ১২ ডিসেম্বর চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

“সুড়ঙ্গ” ২০২৩ সালের দুই ঈদের যেকোনো একটিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে এর প্রযোজনা প্রতিষ্ঠান।

About

Popular Links