জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী পরি মনি অসুস্থ্য হয়ে শুক্রবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি প্রবল জ্বরে ভুগছিলেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার সময় তাঁর তাপমাত্রা ছিল ১০৪ ডিগ্রি।
পরে তিনি তাঁর ফেসবুক পেজে হাতে আইভি পাইপ লাগানো অবস্থায় একটি ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “Again” ।
তিনি বর্তমানে ডা. নিখাত শায়লা আফসারের অত্ত্বাবধানে আছেন।
হাসপাতাল থেকে জানানো হয় তাঁর রক্তে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর তারা বুঝতে পারবেন ঠিক কী ধরণের জ্বরে তিনি আক্রান্ত হয়েছেন।
এর আগে ঈদের দিনও অসুস্থ্য অবস্থায় পরি মনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ডাক্তাররা তাঁকে ১৬ জুন ভর্তি করায় এবং ২৪ ঘন্টা তত্ত্বাবধানে রাখেন। এরপর ডাক্তাররা জানিয়েছিলেন যে পরি মনি ঠিক আছেন এবং এই অসুস্থ্যতা মূলত অতিরিক্ত ধকলের কারণে তৈরি হয়েছে।
পরি মনির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র, গিয়াস উদ্দিন সেলিম নির্মিত ‘স্বপ্নজাল’ দেশে ও দেশের বাইরে ব্যবসায়িকভাবে সফল হয়েছে।