Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিয়ে করলেন গেম অফ থ্রোন্স'র জন স্নো আর ইগ্রিত

২০১২ সালে গেম অফ থ্রোন্স-এ পরিচয়ের ভেতর দিয়ে এই দুই বৃটিশ অভিনেতা-অভিনেত্রীর প্রেমের সম্পর্ক শুরু হয় এবং ২০১৭ এর সেপ্টেম্বরে তারা বাগদান সম্পন্ন করেন

আপডেট : ২৪ জুন ২০১৮, ০১:১৬ পিএম

‘ইউ নো নাথিং জন স্নো!’- আপনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন সিরিজ বলে খ্যাত ‘গেম অফ থ্রোন্স’ দেখে থাকলে এই বিখ্যাত সংলাপটি আপনার ভোলার কথা না। যে এই সংলাপটি বারবার বলেছিলেন এবং যার উদ্দেশ্যে বলেছিলেন, সেই দু’জনই বাস্তব জীবনের সঙ্গী হলেন বিয়ের মাধ্যমে। 

গতকাল শনিবার (২৩ জুন) বিবাববন্ধনে আবদ্ধ হয়েছেন গেম অফ থ্রোন্স-এ জন স্নো চরিত্রে অভিনয় করা কিট হ্যারিংটন এবং ইগ্রিত চরিত্রে অভিনয় করা রোজ লেসলি। স্কটল্যান্ডের অ্যাবেরডিনশায়ারের একটি চার্চে তাঁদের এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। 

এই বিয়েতে উপস্থিত ছিলেন পিটার ডিংক্লেজ, সোফি টার্নার, মেইজি উইলিয়ামস, এমিলিয়া ক্লার্ক সহ গেম অফ থ্রোন্সের অনেক কলাকুশলী।

বিয়েতে লেসলি পরেছিলেন একটি সাদা রঙের আইভরি গাউন আর হ্যারিংটনের পরনে ছিল মর্নিং স্যুট।

অতিথিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই নবদম্পতিকে হর্ষধ্বনি দিয়ে অভিবাদন জানাতে থাকে আর তাঁদের দিকে ছুঁড়ে দিতে থাকে ফুলের পাপড়ি। বিয়ের কার্য সম্পন্ন করে করে এই দম্পতি একটি পুরনো ঐতিহ্যবাহী ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়িতে চড়ে বসেন। গাড়িতে এঁটে দেয়া ছিল কাগজের হৃদয় আর বৃটিশ বিয়ের রীতি অনুযায়ী গাড়ির পেছনে বেঁধে দেয়া হয়েছিল টিনের কৌটা।

২০১২ সালে গেম অফ থ্রোন্স-এ পরিচয়ের ভেতর দিয়ে এই দুই বৃটিশ অভিনেতা-অভিনেত্রীর প্রেমের সম্পর্ক শুরু হয় এবং ২০১৭ এর সেপ্টেম্বরে তারা বাগদান সম্পন্ন করেন।


ভ্যারাইটি ও দ্য গার্ডিয়ান অবলম্বনে।

   

About

Popular Links

x