Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইনজেকশনে ‘ভয়’, ক্ষতস্থানে স্প্রে নিলেন সানি লিওনি

ক্ষতস্থানের সুরক্ষায় তাকে ইনজেকশন দিতে চাইলেও ভয়ে সেটি নিতে অস্বীকৃতি জানান এই নায়িকা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১১:৩৫ পিএম

শুটিংয়ের সেটে পায়ে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। ক্ষতস্থানের সুরক্ষায় তাকে ইনজেকশন দিতে চাইলেও ভয়ে সেটি নিতে অস্বীকৃতি জানান এই নায়িকা। পরে স্প্রে নিয়েছেন তিনি। আর এই ভীতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই। সেটি মুহুর্তে ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ভিডিওতে দেখা যায়, সিনেমার কস্টিউমে সজ্জিত রয়েছেন সানি লিওনি। পায়ের আঙুলে রক্তাক্ত অবস্থায় বসে আছেন। এ সময় সহকর্মীদের কেউ তার পায়ের ক্ষত সারানোর জন্য সাহায্য করছেন।

সেখানেই একজন তাকে ইনজেকশন দেওয়ার কথা বলেন। কিন্তু তৎক্ষনাৎ তাতে আপত্তি জানিয়ে শুধু স্প্রে নেবেন বলে জানান সানি লিওন। পরে তার ক্ষতস্থানে স্প্রে দেওয়া হয়।

এদিকে অভিনেত্রীর এই পোস্টে একাধিক ব্যক্তি নিজেদের মতামত জানিয়েছেন। 

কেউ কেউ লিখেছেন, “সানি লিওন কিছু নাটক করতে পারেন।”

কেউ আবার লিখেছেন, “আপনি শ্যুটিং করতে গিয়ে বারবার কী করে আঘাত পান? নিজের যত্ন রাখুন।”

লম্বা একটা সময় পর্দার বাইরে ছিলেন সানি লিওন। “ক্রিস্টি” নামের একটি ছবির মাধ্যমে ফেরা হচ্ছে তার। ছবিটি নির্মাণ করছেন মালবিকা মোহনান। এ ছবির শুটিংয়ে অংশ নিয়ে আহত হয়েছেন এ তারকা।

About

Popular Links