Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

৯০০ কোটি রুপির বাজেটে একসঙ্গে শাহরুখ-বিজয়!

এতো বেশি বাজেটে এর আগে ভারতে কোনো সিনেমা নির্মিত হয়নি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৭ পিএম

সায়েন্স ফিকশন সিনেমায় একসঙ্গে অভিনয় করতে পারেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও তামিলের শীর্ষ তারকা বিজয় থালাপতি। ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে থেকে এমনটাই শোনা যাচ্ছে।

“রোবট” কিংবা “২.০”-এর পরিচালক এস শঙ্কর থাকবেন এই সিনেমা নির্মাণে। যিনি বিগ বাজেটের ছবি বানানোর জন্য বিখ্যাত।

শোনা যাচ্ছে, এই সিনেমার বাজেট হবে প্রায় ৯০০ কোটি রুপি। এতো বেশি বাজেটে এর আগে ভারতে কোনো সিনেমা নির্মিত হয়নি।

এখনও সিনেমাটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। আপাতত শঙ্কর ব্যস্ত আছেন তার “আরসি ১৫” ও “ইন্ডিয়ান ২” সিনেমা নির্মাণে। সেগুলোর পরই বিগ বাজেট ফিল্মটি নিয়ে এগোবেন তিনি।

এক্ষেত্রে সবচেয়ে বাধা দুই তারকার শিডিউল ফাঁকা পাওয়া এবং চিত্রনাট্য পছন্দ হওয়া। একদিকে শাহরুখের হাতে “জাওয়ান”, “ডানকি” নামের দুটি নতুন সিনেমার কাজ। আবার বিজয় ব্যস্ত লোকেশ কানাগরাজের “লিও-ব্লাডি সুইট” প্রজেক্টে। ফলে তাদের একসঙ্গে পাওয়া বেশ কঠিনই বটে।

এদিকে শোনা যাচ্ছে, শাহরুখের নতুন সিনেমা “জাওয়ান”-এ একটি অতিথি চরিত্রে দেখা যাবে বিজয়কে। যেটি নির্মাণ করছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখের বিপরীতে থাকছেন দক্ষিণী লেডি সুপারস্টার খ্যাত নয়নতারা।

About

Popular Links