Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

আর্টসেল ভক্তদের দেড় যুগ অপেক্ষার অবসান

অনিকেত প্রান্তর অ্যালবাম রিলিজের ১৭ বছর পার হলেও এত দিন নতুন কোনো অ্যালবাম আনেনি তারা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩০ পিএম

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল ১৭ বছর পর নিজেদের তৃতীয় অ্যালবাম প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে “গান” নামে একটি মিউজিক্যাল অ্যাপে “অতৃতীয়” শিরোনামের অ্যালবামটি মুক্তি পায়

অ্যালবামটিতে মোট গান রয়েছে ১১টি।

“অতৃতীয়” অ্যালবামের সব গান শুনতে হলে ভক্তদের ৩০০ টাকা খরচ করতে হবে। আর আগামী ৯ মার্চ থেকে জি সিরিজের ইউটিউব চ্যানেলে বিনা মূল্যেই শোনা যাবে অ্যালবামের সব গান।

আর্টসেল জানিয়েছে, তাদের প্রকাশিত নতুন অ্যালবামের ১১টি গানের সময় ধার্য করা হয়েছে ৮২ মিনিট ৪২ সেকেন্ড। গানগুলোর কথা, সুর ও সংগীত আয়োজন করেছে দলের সদস্যরাই।

এবারের অ্যালবামের লাইনআপেও বেশ পরিবর্তন হয়েছে।

আর্টসেলের বর্তমান লাইনআপে আছেন লিড ভোকালিস্ট ও গিটারিস্ট লিংকন ডি কস্তা, লিড গিটারে ইকবাল আসিফ জুয়েল ও কাজী ফয়সাল আহমেদ, ড্রামে কাজী সাজ্জাদুল আশেকীন, বেজ গিটার সাইফ আল নাজি।

দীর্ঘদিন ধরেই আর্টসেলের নতুন অ্যালবামের অপেক্ষায় ছিল তাদের শ্রোতারা। “অনিকেত প্রান্তর” অ্যালবাম রিলিজের ১৭ বছর পার হলেও এত দিন নতুন কোনো অ্যালবাম আনেনি তারা। অবশেষে এই ব্যান্ডের ভক্তদের অপেক্ষার অবসান হলো।

About

Popular Links