প্রিয় দল ব্রাজিলের জার্সি পড়ে খেলা দেখতে বসেছিলেন বাংলাদেশি অভিনেত্রী অপু বিশ্বাস। সে সময় ছেলে আব্রাহাম খান জয়-এর গায়েও ছিল ব্রাজিলের জার্সি।
শুক্রবার (২২ জুন) ব্রাজিল বনাম কোস্টারিকা ম্যাচ শুরু হওয়ার আগে, নিজের ও ছেলের জার্সি পড়া এক ছবি ফেসবুকে পোস্ট করেন অপু বিশ্বাস। খেলায় ২-০ গোলে জেতার পর বাংলাদেশের অসংখ্য ব্রাজিল ভক্ত নিজেদের আনন্দ প্রকাশ করেন ওই ছবির কমেন্ট সেকশনে।
অপু বিশ্বাস আগে থেকেই নেইমার ও তার সতীর্থদের ভক্ত। অন্যদিকে, ছেলে আব্রাহামের বাবা শাকিব খানও ব্রাজিল সমর্থক। নেইমারের সহযোগিতায় এবারের বিশ্বকাপ ঘরে নেবে ব্রাজিল, এমনটাই আশা করছেন শাকিব খান।
বুধবারের (২৭ জুন) ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অপু, এমনটাও জানিয়েছেন তিনি।