Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাধারণ কারো সঙ্গে প্রেম করতে চান কিম কার্দাশিয়ান

কিম কার্দাশিয়ান এবার এমন কাউকে খুঁজছেন যিনি সাধারণ কেউ, যিনি হলিউডে জনপ্রিয় নন

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১০:৫৪ পিএম

প্রেমিক খুঁজছেন হলিউডের আলোচিত তারকা কিম কার্দাশিয়ান। ২০২২ সালের আগস্টে পিট ডেভিডসনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয় তার। এরপর থেকে একাই কাটছে সময়। তবে আর একা নয়। এবার নতুন প্রেমিক চাই তার।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম পিংকভিলা।

প্রতিবেদন বলা হয়, কিম কার্দাশিয়ান এবার এমন কাউকে খুঁজছেন যিনি সাধারণ কেউ। যিনি হলিউডে জনপ্রিয় নন।

বিবরণ অনুযায়ী পছন্দের কাউকে পেলে তবেই সম্পর্কে যাবেন কিম কার্দাশিয়ান।

চার সন্তানের জননী কিম আবারও বিয়ে করে বাচ্চার মা হতে চান। সঙ্গী হিসেবে তিনি এবার এমন কাউকে বেছে নিতে চান যিনি হলিউডে জনপ্রিয় নন। তবে অর্থনীতির সঙ্গে জড়িত এমন কেউ হলে প্রাধান্য পাবেন।

চতুর্থ বিয়ে ভাবনা প্রসঙ্গে কিম বলেন, চতুর্থ বিয়েই আমার জন্য সৌভাগ্যের হবে। তবে তৃতীয় বিয়েটিই আমার প্রথম সত্যিকারের বিয়ে। তার আগের দুটি বিয়ে যে কী করে হলো, ঠিকঠাক বুঝে উঠতে পারিনি।

২০০২ সালে মিউজিক প্রোডিউসার ড্যামন থমাসকে বিয়ে করেছিলেন তিনি। ২০০৪ সাল অবধি ছিলেন সেই সম্পর্কে। দ্বিতীয় বিয়েটি টিকেছিল অল্প কিছু দিন।

এরপর র‌্যাপার কেনি ওয়েইস্টের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিম কার্দাশিয়ান। ২০২২ সালে বিবাহবিচ্ছেদ ঘটে এই তারকা দম্পতির।

   

About

Popular Links

x