Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

ক্যাটরিনা-আলিয়া ‘সম্পর্ক’ ভাঙন

বলিউডের খোঁজখবর রাখেনকিন্তু ক্যাটরিনা কাইফ আর রণবীর কাপুরের প্রেমের ইতিহাস জানেন না

এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন

আপডেট : ২৪ জুন ২০১৮, ১১:০০ পিএম

ভাঙন ধরেছে ক্যাটরিনা কাইফ  আলিয়া ভাটের বন্ধুত্বে আর এই ভাঙনের কারণ আর কেউ ননরণবীর কাপুর 

চলতি বছরের মার্চ থেকে গুজব ছড়িয়েছেরণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলিয়া ভাট 

গুজবটি চাইলে উড়িয়ে দিতে পারতেন তারা কিন্তু দুজনের কেউই অস্বীকার করেননি বিষয়টি 

উল্টোপরোক্ষভাবে গুজবটির সত্যতা নিশ্চিত করেছেন রণবীর 

ভারতের জিকিউ ম্যাগাজিনের জুন সংস্করণে রণবীর জানান,“ব্যাপারটি এখনও নতুন 

 নিয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না এজন্য সময় এবং সুযোগ প্রয়োজন” 

বলিউডের খোঁজখবর রাখেন কিন্তু ক্যাটরিনা কাইফ আর রণবীর কাপুরের প্রেমের ইতিহাস জানেন নাএমন মানুষ খুঁজে পাওয়া কঠিন 

আর তাই হয়তোআলিয়া ভাটের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের এই ভাঙন 

তবে  ব্যাপারে মুখ খোলেননি তিনিও অথচ বলিউডে ক্যাটের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল আলিয়া 

করণ জোহার প্রযোজিত ‘ব্রক্ষ্মাস্ত্র’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন আলিয়া  রণবীর আলিয়া ভাটের কাজের প্রশংসাও করেছেন রণবীর 

 প্রসঙ্গে রণবীর বলেছেন,“অভিনেত্রী  মানুষ হিসেবে আলিয়া যথেষ্ট সাবলীল 

তার কাজ  অভিনয় দেখে মনে হয়েছে, এমন প্রতিভাবান আমিও হতে চাই

   

About

Popular Links

x