Thursday, June 13, 2024

সেকশন

English
Dhaka Tribune

৭৯ বছর বয়সে সপ্তমবার বাবা হলেন অস্কারজয়ী অভিনেতা নিরো

বিনোদন জগতে ভূমিকার জন্য ২০১১ সালে “গোল্ডেন গ্লোবস” সেসিল বি ডেমিল অ্যাওয়ার্ড লাভ করেন রবার্ট ডি নিরো

আপডেট : ১৩ মে ২০২৩, ১১:০৬ পিএম

সপ্তমবার বাবা হয়েছেন অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো।

মঙ্গলবার রবার্ট ডি নিরোর একজন প্রতিনিধি এ তথ্য জানান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

মঙ্গলবার রাতে একটি সিনেমার প্রিমিয়ারে “দ্য আইরিশম্যান” অভিনেতা সংবাদ সংস্থা এপিকে তার বাবা হওয়া প্রসঙ্গে বলেন, “এটা সবসময়ই চমৎকার এবং রহস্যময়; আপনি জানবেনই না যে কী হতে যাচ্ছে!”

দুইবারের অস্কারজয়ী অভিনেতার প্রথম স্ত্রীর সংসারে ড্রেনা (৫১) ও রাফায়েল (৪৫) নামের দুই সন্তান; দ্বিতীয় স্ত্রীর সংসারে এলিয়ট (২৪) এবং হেলেন গ্রেস (১১) এবং জুলিয়ান ও অ্যারন (২৭) নামের দুই যমজ সন্তান রয়েছে।

আগামী ২৬ মে মুক্তি পাচ্ছে রবার্ট ডি নিরো অভিনীত কমেডি ঘরানার চলচ্চিত্র “অ্যাবাউট মাই ফাদার”। বর্তমানে সেটিরই প্রচারণা চালাচ্ছেন তিনি।

হলিউডে রবার্ট ডি নিরো এক বিশেষ ক্যারিশমার নাম। “দ্য গডফাদার: পার্ট টু”তে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য এবং “রেজিং বুল” চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার পুরস্কার জেতেন তিনি।

এছাড়াও বিনোদন জগতে তার উল্লেখযোগ্য ভূমিকার জন্য ২০১১ সালে “গোল্ডেন গ্লোবস” সেসিল বি ডেমিল অ্যাওয়ার্ড লাভ করেন রবার্ট ডি নিরো। এর পাঁচ বছর পর প্রেসিডেন্সিয়াল মেদেল অব ফ্রিডম লাভ করেন তিনি।

About

Popular Links