Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

দুনিয়া কাঁপানো ‘দ্য গডফাদার’ আসছে বাংলায়

ঢাকার নির্মাতা খিজির হায়াত খান এরই মধ্যে চিত্রনাট্যের কাজ শুরু করেছেন

আপডেট : ১৩ জুন ২০২৩, ১১:১০ পিএম

পৃথিবীর সবচেয়ে পঠিত, বিক্রিত উপন্যাসগুলোর একটি মারিও পুজোর “দ্য গডফাদার”। এ উপন্যাসের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছিল সিনেমাও। সেই সিনেমা মন জয় করেছে দর্শকদের। বিশ্ব জুড়ে জনপ্রিয়তায় শীর্ষে থাকা অন্যতম এই সিনেমার আদলে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকার পরিচালক খিজির হায়াত খান।

এই নির্মাতা এরই মধ্যে চিত্রনাট্যের কাজ শুরু করেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি ঘোষণা করেছেন “ওরা ৭ জন” চলচ্চিত্রের নির্মাতা।

পোস্টে তিনি লিখেছেন, “আমি জানি না আমি একটি ফিল্ম বা ওয়েব-সিরিজ বানাবো কি না। তবে, আমি অনেক বছর ধরে বাংলাদেশের প্রেক্ষাপটে ‘দ্য গডফাদার' তৈরি করার স্বপ্ন দেখেছিলাম। অবশেষে আমি স্ক্রিপ্ট লেখা শুরু করেছি। এই প্রকল্পের জন্য আমার অনুপ্রেরণা ছিলেন 'দ্য গডফাদার' লেখক মারিও পুজো ও ফ্রান্সিস ফোর্ড কপোলা। অনুগ্রহ করে আমাদের জন্য প্রার্থনা করুন।”

এর আগে, খিজির হায়াত খান পরিচালিত সিনেমা “ওরা ৭ জন” ১৩ তম দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে ফিচার ফিল্ম বিভাগে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছিল।

About

Popular Links