হলিউডে “গডফাদার” চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত অভিনেতা আল পাচিনো ৮৩ বছর বয়সে বাবা হয়েছেন।
অভিনেতার সঙ্গী ২৯ বছর বয়সী সিনেমা প্রযোজক নুর আলফাল্লাহ সম্প্রতি এক পুত্রসন্তানের জন্ম দেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
আল পাচিনোর প্রচার ব্যবস্থাপক স্টান রোজেনফিল্ড বলেছেন, ২৯ বছর বয়সী নুর আলফাল্লাহ এবং আল পাচিনো তাদের সন্তানের নাম রেখেছেন রোমান পাচিনো।
“দ্য গডফাদার” (১৯৭২), “স্কারফেস” (১৯৮৩) এবং “সেন্ট অব আ উম্যান” (১৯৯২)-এর মতো বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করেছেন আল পাচিনো। এর মধ্যে ‘সেন্ট অব আ উম্যান”–এ অভিনয় করে তিনি অস্কার পুরস্কারও জিতে নিয়েছেন।
আলফাল্লাহ ছাড়াও সাবেক প্রেমিকাদের সঙ্গে আল পাচিনোর আরও তিনজন সন্তান আছে। আর আল পাচিনোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে রকস্টার মিক জ্যাগারের সঙ্গে সম্পর্ক ছিল আলফাল্লাহর।
সম্প্রতি চলচ্চিত্র জগতের আরেক কিংবদন্তি রবার্ট ডি নিরোও ৭৯ বছর বয়সে বাবা হয়েছেন। এটি তার সপ্তম সন্তান।