Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইন্সটাগ্রামে অফিসিয়ালি প্রিয়াঙ্কা-নিকের প্রেম

তাঁদের প্রথম পরিচয় হয় মেট গালা ২০১৭ তে যেখানে তাঁদের মধ্যেকার রোমান্সের জানা যায়

আপডেট : ২৫ জুন ২০১৮, ০৪:০৮ পিএম

ইন্সটাগ্রামে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস তাঁদের সম্পর্ককে অফিসিয়ালভাবেই এবার প্রকাশ করল। নিক গত শুক্রবার ইন্সটারামে একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় প্রিয়াঙ্কা একটি বারান্দা থেকে হেটে নিকের দিকে আসছে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘হার’। 

ওইদিন দু’জনেই ভারত যান যেখানে নিক প্রিয়াঙ্কার মায়ের সঙ্গে দেখা করেন।

নিককে পরিচয় করিয়ে দিতে প্রিয়াঙ্কা মুম্বাইতে তাঁর বন্ধুদের নিয়ে এক পার্টিরও আয়োজন করেন যেখানে আলিয়া ভাট ও পারিনিতি চোপড়ার সঙ্গে এই যুগলকে দেখা যায়। তারা গোয়ায় থাকাকালীন সময়ে পারিনিতিও তাঁদের সঙ্গ দেবেন। এই মাসের শুরুর নিকের এক কাজিনের বিয়েতে তাঁর সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা।

সাবেক এই বিশ্ব সুন্দরীর চেয়ে নিক প্রায় দশ বছরের ছোট। তাঁদের প্রথম পরিচয় হয় মেট গালা ২০১৭ তে যেখানে তাঁদের মধ্যেকার রোমান্সের জানা যায়।  

About

Popular Links