Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

শুটিংয়ে 'নকল' বন্দুক থেকে ছুটলো আসল গুলি, চিত্রগ্রাহকের মৃত্যু

গুলির আঘাতে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ছবির মুখ্য চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনসের, এবং গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি ছবির পরিচালক জোয়েল সৌজা

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০১:২৮ এএম

নিউ মেক্সিকোতে জোয়েল সৌজার পরিচালিত হলিউডের “রাস্ট” সিনেমাটির শুটিং চলছিল জোরকদমে। গোলাগুলির আওয়াজ, পোড়া কার্তুজের গন্ধ, শিল্পীদের নিয়ে বেশ চলছিল শুটিং। ছবিটির প্রধান নায়ক হিসেবে আছেন “মিশন ইম্পসিবল” খ্যাত অভিনেতা অ্যালেক বল্ডউইন।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক ভাবেই চলছিল। হঠাৎই বিপত্তি ঘটল শুটিং সেটে। অ্যালেক বল্ডউইনের হাতে থাকা “নকল” বন্দুক থেকে ছুটলো আসল গুলি! যার আঘাতে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ছবির মুখ্য চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনসের। সে সঙ্গে গুরুতর আহত হন ছবির পরিচালক জোয়েল সৌজা।

শুটিংয়ের মাঝে ঘটে যাওয়া আকস্মিক এই দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে যায় এই ছবির সব কাজ।

সান্টা ফে কাউন্টির শেরিফের অফিসের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। এখন পর্যন্ত কারও নামে অভিযোগ দায়ের করা হয়নি।

ঘটনটি নিয়ে তদন্তকারী কর্মকর্তারা তদন্ত চালাচ্ছেন। শুটিংয়ে ব্যবহৃত অস্ত্রগুলো কাদের দায়িত্বে ছিল সে বিষয়ে খোঁজখবর চালাচ্ছেন তারা।

ছবির পরিচালককে জোয়েল সৌজা বর্তমানে আইসিইউ'তে ভর্তি রয়েছেন।

About

Popular Links