Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

আলমগীরের মৃত্যুর গুজব: বিব্রত স্বজনরা

তার মেয়ে আঁখি আলমগীর জানান, আব্বু খুব ভালো আছেন, নিরাপদ এবং সুস্থ আছেন

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০১:২৪ পিএম

সুস্থ এবং ভালো আছেন চিত্রনায়ক আলমগীর। এদিকে, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত থেকে তার মৃত্যুর গুজব ছড়াতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আইডি ও পেজ থেকে দাবি করা হয় তিনি মারা গেছেন।

বিষয়টি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খোঁজ নিয়ে জানা গেছে, সুস্থ আছেন কিংবদন্তি এ অভিনেতা। বাসায় রয়েছেন তিনি।

স্বজনরা জানান, ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কালজয়ী এই অভিনেতা বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে গিয়েছিলেন। সেখানে বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও।

এদিকে, ভুয়া তথ্যের ভিত্তিতে আলমগীরের মৃত্যুর খবর ছড়ানোর ঘটনায় মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷

২৮ অক্টোবর দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আব্বুকে নিয়ে কে বা কারা গুজব ছড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আব্বু খুব ভালো আছেন, নিরাপদ এবং সুস্থ আছেন।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মানুষের এমন আচরণ দেখে আমরা খুব ব্যথিত। নায়ক আলমগীর সর্বশেষ ‘‘একটি সিনেমার গল্প’’ নামে চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন।

About

Popular Links