Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

প্রথমবারের মতো হিন্দি ছবিতে দেখা যাবে সামান্থাকে

বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করতে নাকি মুম্বাইয়ে ফ্ল্যাটও কিনেছেন তিনি

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০৪:১৪ পিএম

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভু। সম্প্রতি বিবাহ-বিচ্ছেদ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এ অভিনেত্রী বলিউডে তার পা রাখতে যাওয়ার খবরের মধ্য দিয়ে আবারও সংবাদের শিরোমণি হয়ে উঠেছেন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো হিন্দি সিনেমাতে স্বাক্ষর করেছেন তিনি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত কোনো ঘোষণা দেননি। যদিও খুব শিগগিরই তার ভক্তদের উদ্দেশে এ ঘোষণা দিতে যাচ্ছেন।


                                                                    ফেসবুক থেকে নেওয়া                                                           


চলচ্চিত্রটিতে তার সহঅভিনেতা হিসেবে কে থাকছেন, তা অবশ্য এখনও জানা যায়নি। এদিকে চলচ্চিত্রটিতে আমির খান থাকছেন কিনা, তা নিয়েও বেশ কানাঘুষো চলছে। 

“দ্য ফ্যামিলি ম্যান-২” অভিনয়ের মধ্য দিয়ে প্রশংসা কুড়ানো এ অভিনেত্রী নাকি বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করতে মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটও কিনেছেন।

সম্প্রতি তামিল ও তেলেগু দুটি চলচ্চিত্রের কাজ করছেন তিনি।

About

Popular Links