রীতেশ: শাহরুখ একবার বলেছিলেন ‘তোমাকে বিয়ে করতে রাজি আমি’
রীতেশ জানান, আইফোন যখন প্রথম বাজারে আসে তখন তিনি দুটি আইফোন হাত পেয়েছিলেন
শাহরুখ খান ও রীতেশ দেশমুখ ছবি:সংগৃহীত
ট্রিবিউন ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ১২:০১ এএমআপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১২:০১ এএম
আইফোন যখন প্রথম বাজারে আসে তখন শাহরুখ খানকে একটি ফোন উপহার দিয়েছিলেন রীতেশ দেশমুখ। উপহার পেয়ে শাহরুখ খান এতোটাই খুশি হয়েছিলেন যে সেই রাতে তিনি রিতেশকে কল করে ফোনের প্রশংসা করেছিলেন। উপহার পেয়ে খুশি হয়ে রীতেশকে শাহরুখ বলেছিলেন, “আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।”
ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রীতেশ দেশমুখ এ কথা বলেন। রীতেশ জানান, আইফোন যখন প্রথম বাজারে আসে তখন তিনি দুটি আইফোন হাত পেয়েছিলেন। তখন তিনি জানতেন শাহরুখ একজন “প্রযুক্তির অনুরাগী” তাই তিনি তাকে একটি উপহার পাঠিয়েছিলেন।
ম্যাশেবল ইন্ডিয়ার সাথে কথা বলতে গিয়ে রীতেশ বলেন, “আমি অবশ্যই মুম্বাইয়ের প্রথম লোকদের মধ্যে একজন ছিলাম যাদের কাছে সেই সময় দুটি আইফোন ছিল। কারণ তখন যে আমেরিকা থেকে আসছিল, শুধু তার কাছেই ছিল।
রীতেশ বুঝতে পেরেছিলেন যে শাহরুখ ফোন হাতে পেয়ে মোবাইলের অনেক প্রশংসা করবেন। ওই দিন রাত ১১ টায় শাহরুখের কাছ থেকে একটি ফোন কল পান রীতেশ। কল দিয়ে ফোনের জন্য রীতেশকে ধন্যবাদ জানান শাহরুখ। শাহরুখ পরবর্তীতে রীতেশকে যা বলেছিলেন স্মরণ করে হেসেছিলেন রীতেশ। শাহরুখ বলেন, “আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।”
রীতেশ: শাহরুখ একবার বলেছিলেন ‘তোমাকে বিয়ে করতে রাজি আমি’
রীতেশ জানান, আইফোন যখন প্রথম বাজারে আসে তখন তিনি দুটি আইফোন হাত পেয়েছিলেন
আইফোন যখন প্রথম বাজারে আসে তখন শাহরুখ খানকে একটি ফোন উপহার দিয়েছিলেন রীতেশ দেশমুখ। উপহার পেয়ে শাহরুখ খান এতোটাই খুশি হয়েছিলেন যে সেই রাতে তিনি রিতেশকে কল করে ফোনের প্রশংসা করেছিলেন। উপহার পেয়ে খুশি হয়ে রীতেশকে শাহরুখ বলেছিলেন, “আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।”
ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রীতেশ দেশমুখ এ কথা বলেন। রীতেশ জানান, আইফোন যখন প্রথম বাজারে আসে তখন তিনি দুটি আইফোন হাত পেয়েছিলেন। তখন তিনি জানতেন শাহরুখ একজন “প্রযুক্তির অনুরাগী” তাই তিনি তাকে একটি উপহার পাঠিয়েছিলেন।
ম্যাশেবল ইন্ডিয়ার সাথে কথা বলতে গিয়ে রীতেশ বলেন, “আমি অবশ্যই মুম্বাইয়ের প্রথম লোকদের মধ্যে একজন ছিলাম যাদের কাছে সেই সময় দুটি আইফোন ছিল। কারণ তখন যে আমেরিকা থেকে আসছিল, শুধু তার কাছেই ছিল।
রীতেশ বুঝতে পেরেছিলেন যে শাহরুখ ফোন হাতে পেয়ে মোবাইলের অনেক প্রশংসা করবেন। ওই দিন রাত ১১ টায় শাহরুখের কাছ থেকে একটি ফোন কল পান রীতেশ। কল দিয়ে ফোনের জন্য রীতেশকে ধন্যবাদ জানান শাহরুখ। শাহরুখ পরবর্তীতে রীতেশকে যা বলেছিলেন স্মরণ করে হেসেছিলেন রীতেশ। শাহরুখ বলেন, “আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।”