Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘পরিবার বর্ধন’ প্রসঙ্গে ছুটির আবেদন!

ভারতের উত্তরপ্রদেশের এক পুলিশ কনস্টেবল ‘পরিবার বর্ধন’ এর জন্য ছুটির আবেদন করেন। অবশ্য তার সুপারভাইজর কর্তৃক ছুটি মঞ্জুর করা হয়েছে ‘পরিবার উন্নয়ন’ শিরোনামে।

আপডেট : ২৫ জুন ২০১৮, ০৯:৫৭ পিএম

পুলিশবাহিনীতে ডিউটির সময়সীমা অত্যন্ত অনির্দিষ্ট, অনিয়মিত ও অসামঞ্জস্যপূর্ণ। আর একারণে পরিবারকে সময় দেবার সুযোগ তেমন থাকেনা পুলিশ বাহিনীর কর্মরতদের। কখনো কখনো সপ্তাহ বা মাস পরে দেখা পান পরিবার পরিজনদের।

ফলে স্ত্রী’র সাথে ‘একান্ত ব্যক্তিগত’ সময় কাটানোও বিঘ্নিত হয়। এই মর্মে আবেদন করে পরিবারের সাথে একান্ত সময় কাটাতে ও ‘পরিবার বর্ধনে’র উদ্দেশ্যে ৩০ দিন ছুটির আবেদন করেন পুলিশ কনস্টেবল সোম সিং। খবরটি প্রকাশ করেছে ‘দ্যা হাশ পোস্ট’।  

আরও মজার ব্যাপার হচ্ছে, এই আবেদনটি মঞ্জুর করেই খালাস হননি তার উর্ধ্বতন কর্মকর্তা। উলটো স্বদয় হয়ে আরোও ১৫ দিন বাড়িয়ে মোট ৪৫ দিন ছুটি দিয়েছেন। তবে ছুটির মঞ্জুরের কারণকে কৌশলে বলা হয়েছে ‘পরিবার উন্নয়ন’!

এসপি কোলাঞ্চি এই ছুটি মঞ্জুরের কারণ প্রকাশ করার সাথে সাথেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যদিও সোম সিংয়ের কোনো ধারণাই ছিলো না যে তার আবেদন পত্র এতটা ‘তুলকালাম’ বাঁধিয়ে দেবে!

আরোও অপমানিত হবার হাত থেকে বাঁচতে তার উর্ধ্বতন কর্মকর্তারা তাকে পুণরায় আরেকটি আবেদনপত্র জমা দিতে পরামর্শ দিয়েছেন। 

তবে এসপি কোলাঞ্চির কাছে জানতে চাইলে তিনি এমন আবেদন মঞ্জুরের ঘটনা অস্বীকার করেছেন।


   

About

Popular Links

x