Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিরতি শেষে কাজে ফেরা অপূর্বকে ফুল-মিষ্টি দিয়ে বরণ

প্রায় দুই মাস পর শুটিংয়ে ফিরলেন ছোট পর্দার ব্যস্ত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ০৭:৩১ পিএম

বিয়ের পর অভিনয় থেকে লম্বা বিরতি নিয়েছিলেন অথচ তিনি ছোট পর্দার ব্যস্ত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) “লাভ এন্ড ওয়ার” শিরোনামের একটি নাটকের শুটিংয়ের মধ্য দিয়ে ফিরলেন প্রায় দুই মাস পর।

শুটিংয়ে ফেরা অপূর্বকে ফুল এবং মিষ্টি দিয়ে বরণ করেছেন নাটকটির পরিচালক সৈয়দ শাকিল। শফিকুর রহমান শান্তনুর গল্পে এতে অপূর্বর বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ।

দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফেরা প্রসঙ্গে অপূর্ব বলেন, “ছুটতে ছুটতে মনে হলো, এবার একটু বিরতির প্রয়োজন। তাই কয়েকটা দিন ছুটিতে ছিলাম। জীবনটাকে এত ব্যস্ত করেছি, নিজেকে সময় দেওয়ার সময়টুকুও হারিয়ে ফেলেছিলাম। ফিরে এসে এখন অনেক ফ্রেশ লাগছে।”

তিনি আরও বলেন, “স্কুলজীবনে পরীক্ষার প্রথম দিন যে অনুভূতি হতো; একটু ভয় একটু দ্বিধা- আমার আজ তেমনই লাগছে! আবার এটাও আনন্দের, আবার আমি কাজে ফিরেছি। লাইট-ক্যামেরা-অ্যাকশন, এটাই তো আমার আসল ঠিকানা।”

প্রসঙ্গত, এ বছরের ১ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন অপূর্ব ও শাম্মা দেওয়ান। তারও এক সপ্তাহ আগে শুটিং থেকে ছুটি নেন অপূর্ব।

   

About

Popular Links

x