Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

আবারও মঞ্চে ফিরছেন জেমস

কনসার্টে উপভোগের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করে টিকিট কেনা যাবে। টিকিটের দামের বিষয়ে শিগগিরই বিস্তারিত জানাবে আয়োজকরা

আপডেট : ০১ নভেম্বর ২০২১, ০৬:০৮ পিএম

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কারণে জনসমাগম এড়াতে কনসার্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন নগরবাউল জেমস। তবে সম্প্রতি সংক্রমণ কমে আসায় আবারও মঞ্চে নিয়মিত হচ্ছেন তিনি। 

আগামী ১২ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে “নভেম্বর রেইন” নামে একটি কনসার্টে অংশ নেবেন তিনি। 

জেমসের মুখপাত্র রবিনের বরাত দিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। “নভেম্বর রেইন” কনসার্টটি আয়োজন করেছে “ব্র্যান্ডমিথ কমিউনিকেশন”।

আয়োজকরা জানায়, কনসার্টে অংশ নেওয়ার বিষয়ে এরই মধ্যে জেমসের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। নগরবাউল ছাড়াও এতে আরও ৭টি ব্যান্ড অংশ নেবে। সেগুলো হলো- আর্টসেল, ক্রিপটিক ফেইট, ভাইকিং, ব্ল্যাক, প্ল্যাজমিক নক, স্যাভাজেরি ও ফিউজ।

উল্লেখ্য, কনসার্টে যোগ দেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করে টিকিট কেনা যাবে। তবে টিকিটের দাম কত হবে এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানাবে আয়োজকরা।

About

Popular Links