কম বয়সীদের নেটফ্লিক্স প্লাটফর্মের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে
ছবি: ফেসবুক
ট্রিবিউন ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০১:০৮ এএমআপডেট : ১২ নভেম্বর ২০২১, ০১:০৮ এএম
নেটফ্লিক্সে আসছে টিকটকের মত একটি নতুন ফিচার। ছোটদের কথা চিন্তা করেই এ ফিচারটি এনেছে নেটফ্লিক্স। যার নাম "কিডস ক্লিপ"।
কম বয়সীদের নেটফ্লিক্স প্লাটফর্মের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। "কিডস ক্লিপ" ফিচারটি পাওয়া যাবে নেটফ্লিক্সের আইওএস মোবাইল অ্যাপে। যেখানেই দেখা যাবে ছোট ভিডিওগুলো।নেটফ্লিক্সের ভিডিও লাইব্রেরিতে গিয়ে সার্চ করলেই নতুন ভিডিওগুলো পাওয়া যাবে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, টিকটক বা ইউটিউবে ছোট ছোট ভিডিও ক্লিপগুলো যারা দেখতে পছন্দ করেন তাদের জন্য এ ফিচারটি উপভোগ্য হবে।
এ বছরের শুরুতে "ফাস্ট লাফ" নামের নতুন একটি ফিচার এনেছিল নেটফ্লিক্স। এবার ছোটদের কথা ভেবে একসঙ্গে ১০ থেকে ২০টি ছোট ছোট ভিডিওগুলো দেখার ব্যবস্থা থাকছে ।
আগামী সপ্তাহে থেকে আমেরিকা, লাতিন আমেরিকার বিভিন্ন দেশ, কানাডা ও অস্ট্রেলিয়ার নেটফ্লিক্স গ্রাহকরা নতুন ফিচারটি উপভোগ করার সুবিধা পাবেন। পরবর্তীতে অন্যান্য দেশের নেটফ্লিক্স গ্রাহকরা এ নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন।
নেটফ্লিক্সে আসছে টিকটকের মতো ভিডিও
কম বয়সীদের নেটফ্লিক্স প্লাটফর্মের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে
নেটফ্লিক্সে আসছে টিকটকের মত একটি নতুন ফিচার। ছোটদের কথা চিন্তা করেই এ ফিচারটি এনেছে নেটফ্লিক্স। যার নাম "কিডস ক্লিপ"।
কম বয়সীদের নেটফ্লিক্স প্লাটফর্মের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। "কিডস ক্লিপ" ফিচারটি পাওয়া যাবে নেটফ্লিক্সের আইওএস মোবাইল অ্যাপে। যেখানেই দেখা যাবে ছোট ভিডিওগুলো।নেটফ্লিক্সের ভিডিও লাইব্রেরিতে গিয়ে সার্চ করলেই নতুন ভিডিওগুলো পাওয়া যাবে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, টিকটক বা ইউটিউবে ছোট ছোট ভিডিও ক্লিপগুলো যারা দেখতে পছন্দ করেন তাদের জন্য এ ফিচারটি উপভোগ্য হবে।
এ বছরের শুরুতে "ফাস্ট লাফ" নামের নতুন একটি ফিচার এনেছিল নেটফ্লিক্স। এবার ছোটদের কথা ভেবে একসঙ্গে ১০ থেকে ২০টি ছোট ছোট ভিডিওগুলো দেখার ব্যবস্থা থাকছে ।
আগামী সপ্তাহে থেকে আমেরিকা, লাতিন আমেরিকার বিভিন্ন দেশ, কানাডা ও অস্ট্রেলিয়ার নেটফ্লিক্স গ্রাহকরা নতুন ফিচারটি উপভোগ করার সুবিধা পাবেন। পরবর্তীতে অন্যান্য দেশের নেটফ্লিক্স গ্রাহকরা এ নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন।