Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

মৃত্যুর ১৩ বছর পর মুক্তি পাচ্ছে মান্না অভিনীত শেষ ছবি

ছবিটিতে ১৯৭১ সালে দেশের এক যৌনপল্লীর কর্মীদের জীবনের ঘাত-প্রতিঘাত আর বেঁচে থাকার গল্প দেখানো হয়েছে

আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ০৭:০৮ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্না মারা যান ২০০৮ সালে। মৃত্যুর ১৩ বছর পর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত শেষ ছবি।

“জীবন যন্ত্রণা” নামের ছবিটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। ২০০৫ সালে সিনেমাটির কাজ শুরু হয়েছিল, তখন ছবিটির নাম ছিল “লীলামন্থন”। তবে ছবিটির কিছু অংশের কাজ বাকি থাকতেই ২০০৮ সালে মারা যান মান্না। 

মান্না মারা যাওয়ার পর সিনেমার বাকি অংশের শুটিং শেষ করে ২০১১ সালে “লীলামন্থন” নামেই সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। তখন নামের কারণে সিনেমাটি আটকে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ বছর এবং মান্নার মৃত্যুর ১৩ বছর পর নাম পরিবর্তন করে অবশেষে মুক্তিযুদ্ধভিত্তিক ছবিটি পরিবর্তন করে ছাড়পত্র পেয়েছে।

ছবিটিতে ১৯৭১ সালে দেশের এক যৌনপল্লীর কর্মীদের জীবনের ঘাত-প্রতিঘাত আর বেঁচে থাকার গল্প দেখানো হয়েছে বলে জানান এর পরিচালক জাহিদ হোসেন।  

তিনি বলেন, “সুপারস্টার মান্না ভাই এই চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছিলেন। একটা সিনেমার নির্মাণ, সেন্সর নিয়ে যে এতটা জটিলতা হয়, এ ধরনের খুব কম সংখ্যক সিনেমা রয়েছে তার মধ্যে এটি একটি। তবে আনন্দের কথা এই যে, অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে।” 

খোরশেদ আলম খসরুর প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন বাপ্পারাজ, মৌসুমী, মিশা সওদাগর, দিঘি ও আফজাল শরীফ।

আগামী বছরের ২৬ মার্চ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

About

Popular Links