Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

শিশুদের বিষয়ে আরও গুরুত্ব দিতে সরকারের প্রতি শাকিবের আহ্বান

বর্তমানে শাকিব খান রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে একটি টিভি চ্যানেলেও মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিয়েছেন

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ০৭:১১ পিএম

জাতিসংঘের শিশুবিষয়ক বিশেষ সংস্থা ইউনিসেফের হয়ে কাজ করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেন তিনি।

আগামী ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশুদের কল্যাণে কাজ করতে উৎসাহ প্রদানে একটি ক্যাম্পেইন চালু করেছে ইউনিসেফ। তারই অংশ হিসেবে শিশুদের বিষয়ে আরও গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শাকিব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আহ্বান জানিয়ে শাকিব লিখেছেন, “শিক্ষা, পুষ্টি, আশ্রয় এবং স্বাস্থ্যসেবাসহ একটি নিরাপদ শৈশব পেয়ে আমি কৃতজ্ঞ। কিন্তু সারাদেশে এখনও অনেক শিশু এ সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ভবিষ্যতের বড় সমস্যাগুলো মোকাবেলা করার জন্য আজকের শিশুদের আরও বেশি স্বাস্থ্যকর, দক্ষ এবং সক্ষম হতে হবে।”

তিনি আরও লিখেছেন, “আমাদের সরকারকে এখনই শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি আর নিরাপত্তার মতো সরকারি খাতে শিশুদের জন্য বিনিয়োগ আরও বেশি বাড়াতে হবে।”

বর্তমানে শাকিব খান একটি টিভি চ্যানেলেও মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

About

Popular Links