Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘বলি’ ওয়েব সিরিজের টাইটেল সং গাইলেন তানজির তুহিন

ওয়েব সিরিজটিতে দেখা যাবে চঞ্চল চৌধুরী, সাফা কবির, সোহানা সাবাসহ আরও অনেককেই

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০৪:৫৮ এএম

ইতোমধ্যে চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ “বলি”র ট্রেইলার রিলিজ করেছে অনলাইন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হইচই।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে হইচই এবং হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইউটিউব চ্যানেলে একযোগে এ ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশিত হয়। এর নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।

ওয়েব সিরিজটিতে দেখা যাবে চঞ্চল চৌধুরীসহ সাফা কবির, সোহানা সাবাসহ আরও অনেককেই।


আরও পড়ুন- হইচইয়ে আসছে চঞ্চলের ‘বলি’, ট্রেলার প্রকাশ


এবার সিরিজটির সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী তানজির তুহিন। জানা গেছে, “বলি” ওয়েব সিরিজটির টাইটেল সং গেয়েছেন তিনি। গানটির সংগীত পরিচালক ইমন চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এমনকি, প্রকাশিত হওয়া ট্রেলারেও টাইটেল সংটির বিশেষ কিছু অংশও দেখা গেছে। “বলি” সিরিজটির ট্রেলার দেখেই উচ্ছ্বসিত দর্শকেরা। বোঝা যাচ্ছে, বেশ জমজমাট একটি গল্প উপহার দিতে যাচ্ছে পুরো টিম।

ট্রেলারটির ঝলকে “বলি” দেখার আগ্রহ দ্বিগুণ করেছেন, চঞ্চল চৌধুরী, সোহানা সাফা, সাফা কবির, সালাহউদ্দিন লাভলু, জিয়াউল হক পলাশ, নাসিরউদ্দিন খান, ও ইরেশ যাকের।

জানা গেছে, আগামী ৩ ডিসেম্বর থেকে “হইচই” প্ল্যাটফর্মে দেখা যাবে শঙ্খ দাসগুপ্ত পরিচালিত ওয়েব সিরিজ “বলি”।

   

About

Popular Links

x