Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সালমান-ক্যাটরিনা’র ‘বিয়ের ভিডিও’ বাস্তব নয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, সাবেক প্রেমিক সালমান খানকেই বিয়ে করেছেন ক্যাটরিনা কাইফ! হঠাৎ এ খবরে ভক্তরা অনেকে খুশি হয়েছেন আবার অনেকে অবাক হয়েছেন

আপডেট : ১২ জুন ২০২২, ১০:০৭ এএম

বলিউডে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ডিসেম্বরে রাজস্থানে বিলাসবহুলভাবে বিয়ে হবে এ তারকা জুটির এমন খবর ছড়িয়ে পড়েছে চারদিকে।

এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, সাবেক প্রেমিক সালমান খানকেই বিয়ে করেছেন ক্যাটরিনা কাইফ! হঠাৎ এ খবরে ভক্তরা অনেকে খুশি হয়েছেন আবার অনেকে অবাক হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিমিষেই ছড়িয়ে পড়েছে বিয়ের সেই মুহূর্তের ছবি এবং ভিডিও।

তবে ক্যাটরিনা কাইফ সালমান খানকে বিয়ে করেছেন ঠিকই, তবে সেটি বাস্তবে নয়। তাদের দুজনের অভিনীত সিনেমার একটি দৃশ্য এটি। যা অনেকেই বাস্তব ভেবে ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভারতী সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান ক্যাটরিনার বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় ক্যাটরিনার পাত্র আর কেউ নন সাবেক প্রেমিক সালমান খান। ভিডিও দেখা গেছে, লাল শাড়ি পরে আছেন ক্যাটরিনা আর সালমান পরেছেন নীল রঙের ব্লেজার।

প্রসঙ্গত, সালমান খানের হাত ধরেই বলিউডে আগমন ঘটে ক্যাটরিনার। দু’জনে এক সময় চুটিয়ে প্রেমও করেছেন। এমনকি, পুরো খান পরিবারের কাছে ক্যাটরিনা সালমানের হবু স্ত্রী হিসেবেই পরিচিত ছিলেন। যদিও সে সম্পর্ক শেষপর্যন্ত টেকেনি। সালমান খানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেম করেছেন ক্যাটরিনা। তাদের দীর্ঘ পাঁচ বছরের প্রেমও ভেঙে যায়।

এরপর থেকে ভিকির সঙ্গেই প্রেম করছেন ক্যাটরিনা। তাদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা গেছে।

About

Popular Links