Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ

জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে পারে

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২:৫০ পিএম

নির্মাতা নূরুল আলম আতিকের দ্বিতীয় চলচ্চিত্র “লাল মোরগের ঝুঁটি” -র ট্রেলার মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হয় ট্রেলারটি।

ট্রেলারটি নির্মাণ করেছেন রাশিদ শরীফ শোয়েব। এ সম্পর্কে তিনি বলেন, “স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আমরা চলচ্চিত্রটি নিয়ে আসছি। ব্যক্তিগতভাবে আমি সিনেমার ট্রেলারে সবকিছু বলে দেওয়ার পক্ষে নয়। তাই এ ট্রেলারটি অন্যরকমভাবে বানানো হয়েছে।”

সিনেমাটি ৭ নভেম্বর সেন্সরবোর্ডের ছাড়পত্র পায়। জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে পারে। ইতোমধ্যে চলছে প্রচারণার কাজও। 

পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত এ সিনেমাটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়। 

সরকারি অনুদানের এ ছবিটির একটি অ্যানিমেশন টিজার মুক্তি পেয়েছিল শনিবার (২০ নভেম্বর)।

এ ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক বেপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, আশেক-মাশেক, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষদেরকে।

   

About

Popular Links

x