Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

ক্যাট-ভিকির বিয়ের অতিথিদের জন্য ৪৫টি হোটেল বুকড!

জানা গিয়েছে, ডিসেম্বরের ৭ থেকে ৯ তারিখে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এ বলিউড জুটি

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১২:২৩ এএম

বলিউডে যেন চলছে বিয়ের মৌসুম। সেই ধারায় সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

জানা গেছে, ডিসেম্বরের ৭ থেকে ৯ তারিখ বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এ বলিউড জুটি। ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে করার আগেই কোর্ট ম্যারেজ সেরে নিয়েছেন তারা।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বলিউডের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে জমকালো এ বিয়ের আয়োজন করা হবে। তাই তিন দিনের এ বিশাল আয়োজনে অতিথিদের আপ্যায়নের জন্য রণথম্বোরে ৪৫টিরও বেশি হোটেল বুক করেছেন ভিকি-ক্যাটরিনা। 

এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানায়, ক্যাট-ভিকির বুক করা হোটেলগুলোতে আর অন্য কোনো বুকিং নেওয়া হচ্ছে না। সতর্কতার কারণে এ পদক্ষেপ নিয়েছে হোটেলগুলো। 

ভিকি ও ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিশেষ দিনটির মুহূর্তগুলো যেন ইন্টারনেটে ভাইরাল না হয়ে যায় সে জন্য তারা দুইজনই বিশেষ উদ্যোগ নিয়েছেন।

আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর ভারতের রাজস্থানে অবস্থিত ৭০০ বছর পুরোনো একটি দুর্গে বসবে ক্যাটরিনা-ভিকি কৌশলের বিয়ের আসর।

About

Popular Links