Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

পরীমণির নারাজি বিষয়ে আদেশ ১৩ ডিসেম্বর

মামলার কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী, সিসিটিভি ফুটেজ ও কয়েকজন সাক্ষীর বক্তব্য তদন্তে উঠে আসেনি। তাই বাদী অভিযোগপত্রে ক্ষুব্ধ হয়ে নারাজি আবেদন করেছেন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১১:৪৫ পিএম

উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিনেত্রী পরীমণিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় নারাজি (অভিযোগপত্র মানি না) বিষয়ে আদেশ আগামী ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১ ডিসেম্বর) বিকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালত এ আদেশ দেন। এদিন সকাল ১০টায় আদালতে হাজির হন পরীমণি।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদ হোসেন বলেন, “মামলার কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী, সিসিটিভি ফুটেজ ও কয়েকজন সাক্ষীর বক্তব্য তদন্তে উঠে আসেনি। তাই বাদী অভিযোগপত্রে ক্ষুব্ধ হয়ে নারাজির আবেদন করেছেন।”

এর আগে বুধবার মামলাটির অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আদালতে বাদী নারাজি দিয়েছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ এবং নথি পর্যালোচনা করে আদেশ পরে দেবেন বলে জানান।

   

About

Popular Links

x