Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

মাহির বদলে ইমনের সঙ্গে পরীমণি

মাত্র একদিনের নোটিশেই যুক্ত হলেন পরীমণি, ইতোমধ্যে তিনি সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৪:১২ পিএম

সদ্য সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর সম্প্রতি ওমরাহ করে দেশে ফিরেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। দেশে ফিরেই ১৭ ডিসেম্বর থেকে “কাগজের বৌ” শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তার।

তবে বুধবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে সেই ছবি করছেন না বলে জানান মাহি।

চয়নিকা চৌধুরীর নির্মিত এই ওয়েব সিনেমাটিতে নায়কের চরিত্রে আছেন ইমন।

তবে মাহি না করলেও নির্ধারিত দিনেই শুরু হয়েছে “কাগজের বউ”র শুটিং।

মাত্র একদিনের নোটিশেই টিমে যুক্ত হলেন ঢালিউডের আরেক শীর্ষ তারকা পরীমণি। ইতোমধ্যে তিনি সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন।

এ প্রসঙ্গে, চয়নিকা চৌধুরী বলেন, ‘‘শুটিংয়ের আগের দিন মাহি জানালেন তিনি অসুস্থ! শুটিং তারিখ পেছানোর জন্য অনুরোধ করলেন। কিন্তু আমি সব গুছিয়ে এনে আর পেছাতে চাইনি। সঠিক সময়েই কাজটা শুরু করেছি। তবে মনে মনে নায়িকা খুঁজছিলাম। খবরটি পরীমণি পায় হাসপাতালে শুয়ে। সেখান থেকে আজ (শনিবার) সকালে রিলিজ পেয়েই সোজা হাজির হয় আমার শুটিংস্পটে! পরী বলে, ‘তোমার এই বিপদে আমি পাশে থাকতে চাই।’ তখন মনে হলো, আসলেই ভাগ্য একটা ফ্যাক্টর। সৃষ্টিকর্তা আমার সঙ্গে সবসময় ছিলেন। এটাই তার প্রমাণ। এটা আমার কাছে মেঘ না চাইতে বৃষ্টির মতো ঘটনা।’’

ছবিটিতে মুখ্য আরও দুটি চরিত্রে অভিনয় করছেন আবুল হায়াত ও ডিএ তায়েব।

প্রসঙ্গত, সম্প্রতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে ইমন ও মাহির কলরেকর্ড ফাঁসের ঘটনায় দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। গুঞ্জন শোনা যাচ্ছিল যে, সেই ঘটনাকে কেন্দ্র করেই ইমনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মাহির।

About

Popular Links