Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

ওটিটিতে আসছে ‘রেহানা মরিয়ম নূর’

আগামী ৩০ ডিসেম্বর রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৯:১২ পিএম

৭৪তম কান চলচ্চিত্র উৎসব ঘুরে আসা বাংলাদেশি চলচ্চিত্র “রেহানা মরিয়ম নূর” এবার আসতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ৩০ ডিসেম্বর রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম “চরকি”-তে মুক্তি পাবে সিনেমাটি।

রবিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে গত আসরে আমন্ত্রণ পেয়েছিলো “রেহানা মরিয়ম নূর”। 

বাংলাদেশের অফিসিয়াল সিনেমা হিসেবে আগামী অস্কার আসরের জন্যেও মনোনীত হয়েছিল ছবিটি।

এর আগে গত ১২ নভেম্বর দেশের ১০টি সিনেমা হলে মুক্তি পায় “রেহানা মরিয়ম নূর”। হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১-এ “নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড” জিতে নেওয়া এ ছবির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ ১৪তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (এপিএসএ) এ “জুরি গ্র্যান্ড প্রাইজ” পেয়েছিলেন। এছাড়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন জিতেছিলেন “সেরা অভিনেত্রী” বিভাগে পুরস্কার।

এমনকি ২৯ অক্টোবর  অনুষ্ঠিত ৪৩তম সিভিল সার্ভিস (বিসিএস)-এর প্রিলিমিনারি প্রশ্নপত্রেও জায়গা করে নিয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত এ সিনেমাটি।

একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এর গল্প। কর্মস্থলে ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। ১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী

About

Popular Links