Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঐশীর গানের মডেল হলেন সানি লিওন!

পুরো গানটি প্রকাশ পেলে তা শ্রোতাদের মাঝে অন্য রকম আলোড়ন তৈরি করবে বলে আশা প্রকাশ করেন ঐশী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৮:২৫ পিএম

বাংলাদেশি সংগীতশিল্পী ঐশীর গানে মডেল হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন।

বুধবার (২২ ডিসেম্বর) নিজেদের ইউটিউব চ্যানেলে টিএম রেকর্ডস প্রকাশ করেছে বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর গাওয়া নতুন গান “দুষ্টু পোলাপাইন“-এর প্রোমো। এতে মডেল হিসেবে হাজির হয়েছেন সানি লিওন। গানটি লিখছেন ও সুর করেছেন কৌশিক হাসান তাপস। 

জানা গেছে, “দুষ্টু পোলাপাইন” গানটির দৃশ্যধারণ হয়েছে ভারতের মুম্বাইয়ে। বড় বাজেটের ভিডিওটি নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ।

গানটি প্রসঙ্গে ঐশী বলেন, ‌“আমাকে প্রতিটি গানেই নতুন রূপে জন্ম দিচ্ছেন কৌশিক হোসেন তাপস। বরাবরের মতো বলতে চাই, তাদের কাছে আমি ঋণী। এটা দারুণ বিষয় যে আমার গানে পারফর্ম করেছেন সানি লিওনি!”

পুরো গানটি প্রকাশ পেলে তা শ্রোতাদের মাঝে অন্য রকম আলোড়ন তৈরি করবে বলে আশা প্রকাশ করেন ঐশী।



   

About

Popular Links

x