Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় এক মঞ্চে ৩০ ব্যান্ডের কনসার্ট

রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল ‘ঢাকা সামার কন ২০২৩’

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৫:০৪ পিএম

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৩ এবং ৪ নম্বর হলে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল “ঢাকা সামার কন ২০২৩”।

আগামী ১৩, ১৪ ও ১৫ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা সামার কনের এক মঞ্চেই পারফর্ম করবে ৩০টি ব্যান্ড।

তিন দিনব্যাপী এই কনসার্টে প্রথম দিন পারফর্ম করবে আটটি ব্যান্ড। এগুলো হলো- “ওল্ড ঢাকা ডায়েরিস”, “ফিরোজ জং”, “ইন্দালো”, “বাংলা ফাইভ”, “লেভেল ফাইভ”, “ওউনড”, “অড সিগনেচার”, “ড্যাডস ইন দ্য পার্ক”।

এছাড়া পরিবেশনায় থাকছে হাতিরপুল সেশনস, কে-পপ পারফরম্যান্স, রায়হান ইসলাম শুভ প্রমুখ।

দ্বিতীয় দিন পারফর্ম করবে “মেসিয়ানিক এরা”, “নেইভ”, “এনকোর”, “সাবকনশাস”, “আফটারম্যাথ”, “সোনার বাংলা সার্কাস”, “অ্যাশেজ”, “ব্রহ্মপুত্র”, “ক্রিপটিক ফেইট” ও “আর্টসেল”।

এছাড়া এ দিন কে-পপ পরিবেশনা ও র‍্যাপ ব্যাটেলও থাকছে আকর্ষণ হিসেবে।

শেষ দিনের পরিবেশনায় থাকছে “আপেক্ষিক”, “মেকানিক্স”, “কার্নিভাল”, “ব্ল্যাক”, “আরবোভাইরাস”, “অ্যাভয়েড রাফা” ও “ওয়ারফেইজ” ব্যান্ডগুলো।

পাশাপাশি পারফর্ম করবেন এ কে রাহুল, ব্ল্যাক জ্যাং ও শাফায়েত।

“ঢাকা সামার কন” শুধু কনসার্ট নয়, বরং পপ কালচারের উৎসব। এখানে গান পরিবেশনার পাশাপাশি আরও অনেক আয়োজন থাকছে। যেমন- কসপ্লে প্রতিযোগিতা, কমিক বই, এক্সপেরিয়েন্স জোন, কিডস জোন, হিপ পপ, কে-পপ, গেমিং, ফুড জোন, প্যানেল আলোচনা ইত্যাদি।

ঢাকা সামার কন ২০২৩-এর কনভেনর এবং মিডিয়াকোয়েস্ট বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, “দেশের জনপ্রিয় সকল সঙ্গীত ব্যান্ডগুলোর মিলন মেলা হয়ে উঠবে ঢাকা সামার কনের মঞ্চ। শুধু কনসার্ট নয়, দেশের সবচেয়ে বড় পপ কালচার উৎসব হতে যাচ্ছে এটি।”

   

About

Popular Links

x