Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

শুধু ঈদেই নয়, ১২ মাস ‘খেলতে’ চান ওমর সানী

ঈদ-উল-আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলো সাফল্য পেলেও ওমর সানী যেন পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৪:০৭ পিএম

একসময় সারাদেশে সহস্রাধিক প্রেক্ষাগৃহ ছিল। সিনেমার ব্যবসাও ছিল রমরমা। সময়ের পরিক্রমায় দেশে যেমন প্রেক্ষাগৃহ কমেছে, তেমনি ভাটা নেমেছে ঢালিউড সিনেমার জনপ্রিয়তায়ও। ঈদের সময় বাদ দিলে ঢাকাই সিনেমার সাফল্য বর্তমানে বিরল দৃশ্যই বলা যায়।

গত বছর ঈদে মুক্তি পাওয়া “পরাণ”, “হাওয়া” দর্শক টানলেও “দামাল”,“মিশন এক্সট্রিম”, “ব্ল্যাক ওয়ার”-এর মতো সিনেমাগুলো আশানুরূপ সাফল্য পায়নি। একই দৃশ্য দেখা গেছে এ বছরও। ঢাকাই সিনেমার এমন দশায় যেন স্মৃতিকাতর হয়ে পড়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

গত ঈদ-উল-আজহায় সারাদেশে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। সেগুলো হলো: “প্রিয়তমা”, “সুড়ঙ্গ”, “প্রহেলিকা”, “ক্যাসিনো” এবং “লাল শাড়ি”। এর মধ্যে প্রথম দুটি সিনেমা তো দারুণ দর্শক জনপ্রিয়তার বদৌলতে ব্যবসায়িক সাফল্য পেয়েছে। “লাল শাড়ি”কে ব্যতিক্রম ধরলে প্রশংসিত হয়েছে অপর দুটি ছবিও।

কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাগুলোর অগ্রিম টিকেট পেতে দর্শকদের বেশ হিমশিম খেতে হচ্ছে। বিষয়টিকে অনেকে বাংলা সিনেমার সাফল্য হিসেবে দেখলেও ঠিক যেন সন্তুষ্ট হতে পারছেন না ওমর সানী। শুধুমাত্র ঈদের সিনেমার সাফল্যে উচ্ছ্বসিত হয়ে ভাব নিতে নারাজ এক সময়ের জনপ্রিয় এ চিত্রনায়ক। বরং সারা বছরই ঢালিউড সিনেমার এমন সাফল্য দেখতে আগ্রহী তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ওমর সানী বলেন, “ঈদ গেছে এবার আসেন ১২ মাস খেলি, যেভাবে খেলতেন আমাদের সিনিয়র। তারপর চম্পা, রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, দিতি, ওমর সানী, বাপ্পা রাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনুর, অরুনা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, শাকিল খান, রিয়াজ ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল ও হুমায়ুন ফরিদী।”

দুই ঈদের সিনেমার মত সারা বছর প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল দেখার ইচ্ছেপ্রকাশ করে এ অভিনেতা বলেন, “এভাবে সারা বছর আমাদের ছবি চলত। এক ঈদে স্টার, মেগাস্টার, সুপারস্টার- এগুলো ভাব নিয়েন না। সারা বছর দেখান। চলচ্চিত্র সারা বছরের, দুই ঈদের জন্য চলচ্চিত্র নয়, আসেন খেলি।”


About

Popular Links