Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

গুঞ্জন হলো সত্যি, সৃজিতের সিনেমায় জয়া

জয়া আহসান তার ফেসবুকে সিনেমার নামের লোগো উন্মোচন অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছেন

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৬:০৩ পিএম

কয়েক মাস আগেই গুঞ্জন উঠেছিল আবারও কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সিনেমায় দেখা যাবে জয়া আহসানকে। সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। সৃজিতের “দশম অবতার” সিনেমায় অভিনয় করবেন জয়া।

সিনেমাটিতে আরও অভিনয় করবেন কলকাতার একঝাঁক তারকা। সেই তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্তসহ অনেকে।

জয়া আহসান তার ফেসবুকে সিনেমার নামের লোগো উন্মোচন অনুষ্ঠানের ছবি প্রকাশ করে খবরটি আরও পাকাপোক্ত করেছেন। সেখানে দেখা যাচ্ছে ওপার বাংলার সব নামজাদা তারকাদের সঙ্গে বাংলাদেশের জয়া আহসানকে।

অন্যদিকে কলকাতার সংবাদমাধ্যমে সৃজিত বলেন, “জয়াকে কাস্ট করার অনেক কারণ রয়েছে। প্রথমত তিনি সময় দিতে পারছেন। এ ছাড়া তার অভিনয় দক্ষতা ও শেষ কয়েক বছরের পারফর্মেন্স।”

About

Popular Links