Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

বাবা হলেন ‘ব্যাচেলর কাবিলা’

ছেলে ও স্ত্রী দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন জনপ্রিয় নির্মাতা-অভিনেতা জিয়াউল হক পলাশ

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০২:৪২ পিএম

অভিনেতা-নির্মাতা জিয়াউল হক পলাশ নিজের নামের চেয়ে “কাবিলা” নামেই যেন বেশি পরিচিত। মূলত “ব্যাচেলর পয়েন্ট” নামের একটি জনপ্রিয় ধারাবাহিকে তার অভিনীত চরিত্রের নাম ছিল কাবিলা।

কয়েকজন ব্যাচেলরের জীবনযাত্রা নিয়ে গড়ে ওঠা নাটকের “কাবিলা” বাস্তবে কিন্তু ব্যাচেলর নন। গতবছরের ডিসেম্বরে নিজের বিয়ের কথা জানান এই অভিনেতা-নির্মাতা। যদিও পরে পলাশ জানান, আগস্ট মাসেই বিয়ে করেছেন তিনি।

পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। পাশাপাশি একটি প্রতিষ্ঠানেও কর্মরত আছেন। এসবই পুরোনো খবর।

নতুন খবর হলো, এই দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। রবিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হাসপাতালে চেক-ইন দিয়ে লিখেন “আলহামদুলিল্লাহ্”।

এটা দেখে অনেকে অনুমান করে নেন সুখবরটি। এ বিষয়ে যোগাযোগ করা হলে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে সুখবরটি নিশ্চিত করেন পলাশ। জানান, ছেলে সন্তানের বাবা হয়েছেন তিনি। ছেলে ও স্ত্রী দুজনেই সুস্থ রয়েছেন বলে জানান পলাশ।

প্রসঙ্গত, পলাশকে সর্বশেষ দেখা গেছে “কিডনি” ও “ফিমেল ৩” নামের দুটি নাটকে।

About

Popular Links