গত ঈদে মুক্তি পাওয়া ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত “প্রিয়তমা” সবার প্রিয় মুভিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন, “সিনেমাটিতে সত্যিই অসাধারণ অভিনয় করেছেন শাকিব। আমি দেখেছি, খুব ভালো লেগেছে। প্রিয়তমা ভালো লাগার সিনেমা হয়ে দাঁড়িয়েছে।”
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের একটি শো রুম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
অপু বিশ্বাস এ সময় আরও বলেন, “টাঙ্গাইল শহরটা প্রাণের শহর, এই টাঙ্গাইলের ওপর দিয়ে আমার জন্মস্থান বগুড়াতে যেতে হয়। তাই টাঙ্গাইল আসলে ভালো লাগে। বাংলা সিনেমার এখন অনেক উন্নত হয়েছে। আগের মতো এখন আর কেউ মুখ ফিরিয়ে নেয় না। প্রতিটা সিনেমা এখন ব্লকবাস্টার হচ্ছে।”