Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

মুখ দেখা বন্ধ জ্যাকলিন-ক্যাটরিনার!

পারিশ্রমিকে ভিন্নতা নিয়ে কলহে জ্যাকলিন ফার্নান্দেজ এবং ক্যাটরিনা কাইফ।

আপডেট : ২৭ জুন ২০১৮, ১০:৪৮ পিএম

মার্কিন মুল্লুকে সাল্মানের ‘দা-বাং’ টিমের সঙ্গে ট্যুরে গিয়ে নিজেদের মধ্যে লড়াই শুরু করলেন বলিউডের দুই নায়িকা। সেখানে গিয়েই নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলেন জ্যাকলিন এবং ক্যাটরিনা। দুই নায়িকার ‘ক্যাট ফাইট’ মাত্রা অতিক্রম করায় শেষমেশ মাঠে নামতে হয় স্বয়ং সালমন খানকে। 

শ্রীলঙ্কান বিউটি জ্যাক্লিনের সঙ্গে ক্যাটরিনার ঝগড়ার এক পর্যায়ে তাঁদের মাঝে ‘ভাইজান’ আসতে বাধ্য হয়। দুজনের মুখ দেখা-দেখি বন্ধ হওয়ায় তাদের দুইটি আলাদা হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। 

ঝগড়ার কারণ পারিশ্রমিকে ভিন্নতা। ‘দা-বাং’ ট্যুরে জ্যাকলিন পাচ্ছেন ৭-৮ কোটির মতো।  আর ক্যাটরিনার পারিশ্রমিক ধার্য করা হয়েছে ১২ কোটি। অর্থাৎ, জ্যাকলিন এবং সোনাক্ষী সিনহার তুলনায় পারিশ্রমিকে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন ক্যাটরিনা। বলাবাহুল্য, সেখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত।

দুই নায়িকার লড়াই নিয়ে বেশ বিপাকে রয়েছেন সালমান। 

এ পর্যন্ত ১৫০ কোটির গণ্ডি পেরিয়েছে সালমান খান, জ্যাকলিন ফার্নান্দেজের ‘রেস থ্রি’। অন্যদিকে শাহরুখ খানের ‘জিরো’  এবং ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর শুটিংয়ে ব্যস্ত ক্যাটরিনা কাইফ।


   

About

Popular Links

x