Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, অল্পের জন্য বাঁচলেন শানু

গত বছর শানুর অভিনীত ‘মিস্টার বাংলাদেশ’ ছবিটি মুক্তি পায়।

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২৫ পিএম

সাভারের আমিনবাজারে এক সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন ছোটপর্দার অভিনেত্রী শানারেই দেবী শানু। আজ শনিবার সকালে একটি নাটকের শুটিংয়ে মানিকগঞ্জ যাওয়ার পথে আমিনবাজারে শানুকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। 

মানিকগঞ্জে চলছে জুয়েল শরীফ পরিচালিত ‘বড় বাড়ি’ নাটকের শুটিং। এই নাটকের অন্যতম অভিনেত্রী শানু।

এ ঘটনার পর শানু সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটির কয়েকটি ছবি দেন। 

সেখানে শানু লেখেন, 'সকালটা যখন শুরু হল দুর্ঘটনা দিয়ে।এইমাত্র বেশ বড় একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম। ঈশ্বরকে ধন্যবাদ। আমিনবাজারে এই ট্রাকটি আরেকটু হলে এই দুটো গাড়িকেই গুঁড়িয়েই দিত। আমি মাইক্রোতে ছিলাম। খুব বাজে একটা দুর্ঘটনা হতে পারত। এই ধরনের অপরিপক্ক, লাইসেন্সবিহীন চালকদের অদক্ষতার জন্য প্রতিনিয়ত কত দুর্ঘটনা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত বাস ও ট্রাক চালকদের ব্যপারে কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। না হলে এমন দুর্ঘটনায় অনেক প্রাণই ঝরে যাবে প্রতিদিন।' 

জানা গেছে, আমিন বাজার দিয়ে যাওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে সেটির পেছনে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সামান্য আঘাত পেয়েছেন শানু। পরে তারা আবার মানিকগঞ্জের উদ্দেশে রওনা দেন। 

২০০৫ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ হয়েছিলেন শানু। গত বছর তার অভিনীত ‘মিস্টার বাংলাদেশ’ ছবিটি মুক্তি পায়।

About

Popular Links