Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

আইস্ক্রিনে নিশো-মেহজাবিনের ওয়েব ফিল্ম

শিহাব শাহীন বলেন, এক মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে এই কনটেন্ট। যখন কনটেন্টটির শুটিং হচ্ছিল তখনো ওটিটি এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। এরপর কোভিড আসে

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৯:০০ পিএম

ছোটপর্দার জনপ্রিয় তারকা জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। দীর্ঘদিন তাদের পর্দায় দেখা যায়নি। এবার এই জুটি ওয়েব ফিল্ম নিয়ে হাজির হচ্ছেন। নির্মাতা শিহাব শাহীনের “নীল জলের কাব্য” নিয়ে আগামী ১৬ নভেম্বর ভক্ত-অনুরাগীদের মুমোমুখি হবেন তারা।

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। করোনাভাইরাসের আগে শুটিং শুরু হওয়া ফিল্মটির একটি পোস্টার প্রকাশ করেছে আইস্ক্রিন।

সেখানে দেখা যাচ্ছে, গোধূলি বেলায় সাগর পাড়ে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছেন নিশো ও মেহজাবিন।

শিহাব শাহীন বলেন, “এই কনটেন্টে দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। তাছাড়া নিশো ও মেহজাবিন জুটির ভক্ত আছেন অনেক। তারা ছাড়াও, সাধারণ দর্শকও কনটেন্টটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।”

তিনি আরও বলেন, “এক মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে এই কনটেন্ট। যখন কনটেন্টটির শুটিং হচ্ছিল তখনো ওটিটি এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। এরপর কোভিড আসে। চারবার শুটিং ক্যানসেল করতে হয়। পরে আইস্ক্রিনের জন্য এই ওয়েব ফিল্মটি নির্মাণ করা হয়।”

About

Popular Links