রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল সিনেমাটি মুক্তি পেয়েছে শনিবার (২ ডিসেম্বর)। প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি।
সবমিলিয়ে প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১১৬ কোটি টাকা। এর মধ্যদিয়ে শাহরুখ খানের পাঠান সিনেমার রেকর্ড ভেঙেছে অ্যানিমেল।
ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার জানিয়েছে, প্রথম দিন বক্স অফিসে শাহরুখের পাঠান সিনেমা ১০৬ কোটি আয় করেছিল। তার চেয়ে ১০ কোটি টাকা বেশি আয় করেছে অ্যানিমেল। তবে জওয়ান সিনেমার রেকর্ড ছুঁতে পারেনি এটি। জওয়ান বক্স অফিসে প্রথম দিনে ১২৫ কোটি টাকা আয় করেছিল।
প্রথম দিনে শুধু ভারতের বাজার থেকেই অ্যানিমেল আয় করেছে ৬১ কোটি টাকা। শুধু হিন্দি ভাষা থেকে এই ছবি আয় করেছে সাড়ে ৫০ কোটি টাকা। তেলুগু ভার্সন থেকে এই ছবি আয় করেছে ১০ কোটি টাকার কিছু বেশি।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুর, অনিল কাপুর, রাশমিকা মান্দানা, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া অভিনয় করেছেন।