Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

অমিতাভের নাতির সঙ্গে প্রেম করছেন শাহরুখ কন্যা? যা জানা গেল

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ খ্যাত পরিচালক জোয়া আখতারের ‘দা আর্চিজ’ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে সুহানা-অগস্ত্য

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম

জোয়া আখতারের “দা আর্চিজ” সিরিজ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ এবং শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে খুশি কাপুরের।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে “দা আর্চিজ”। “জিন্দেগি না মিলেগি দোবারা” খ্যাত পরিচালক জোয়া আখতারের এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে তাদের।

এই সিনেমা মুক্তিকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন অগস্ত্য-সুহানা। বলিউডে পা রাখার আগে থেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যমে তাদের প্রেমের গুঞ্জন প্রায় এক বছরেরও বেশি সময় ধরে শিরোনাম হয়ে আসছে। তবে এ বিষয়ে তাদের কেউই মুখ খোলেননি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, “দা আর্চিজ”র শুটিং করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে সুহানা-অগস্ত্যর। বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের সম্পর্কে গড়ায়। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুড়ে দিয়েছিলেন অগস্ত্য। তার সপ্তাহ খানেক পরে এক পার্টিতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল তাদের।

এখন “দা আর্চিজ”র প্রচারণা চালাচ্ছেন তারা। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি তারা অংশ নেন “মিল্কশেক চ্যালেঞ্জ”-এ। সেখানে সুহানাকে “গসিপ কুইন” নামে ডাকেন অগস্ত্য। কিছুদিন আগে, মুম্বাইয়ে “দা আর্চিজ”র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে “ভা ভা ভ্রুম” গানে নাচতে দেখা যায় তাদের। গত মাসে অগস্ত্যর জন্মদিনে উপস্থিত ছিলেন সুহানা।

এর আগে নভেম্বরের শুরুর দিকে ডিজাইনার মনীশ মালহোত্রার দীপাবলির অনুষ্ঠানে অগস্ত্য ও সুহানাকে একসঙ্গে দেখা যায়।

সব মিলিয়ে তাদের প্রেমের গুঞ্জন আরও জরালো হচ্ছে বলে মনে করা হচ্ছে। “দ্য আর্চিজ”-এ অগস্ত্য, সুহানা, খুশি ছাড়াও আরও দেখা যাবে মিহির আহুজা, ভেদাং রায়না, যুবরাজ মেন্ডা প্রমুখকে। ছবিতে সুহানাকে দেখা যাবে ভেরোনিকা লজের চরিত্রে, অগস্ত্য থাকছেন আর্চি অ্যান্ড্রুস হিসেবে।

About

Popular Links