Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রশংসায় পঞ্চমুখ বলিউড, খুশি বাবা বনি কাপুর!

মুক্তি পাচ্ছে শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরের প্রথম চলচ্চিত্র ‘ধড়ক’।

আপডেট : ২৯ জুন ২০১৮, ০৯:১৪ পিএম

আর মাত্র কয়েকটা দিন! এরপরেই শ্রীদেবী-তনয়া জাহ্নবি কাপুর বলিউডে অভিনেত্রীর তালিকায় নাম লেখাবেন। পূরণ করবেন মায়ের শেষ ইচ্ছা। কারণ, অতিশীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরের প্রথম চলচ্চিত্র ‘ধড়ক’।

বলিউডে কাঁপন ধরাতে শুরু করা ‘ধড়ক’ ছবির একটি গান সম্প্রতি আলোর মুখ দেখেছে। গানের ভিডিও প্রকাশের পর থেকেই তার অভিনয়শৈলী নিয়ে বলিউড প্রশংসায় পঞ্চমুখ। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বলিউডের সবার কাছে বেশ প্রশংসিত হয়েছে ‘জিংগাত’ শিরোনামের এই গানটি। এরই মধ্যে জানা গেল ছবির গানের সাফল্যে খুশিতে আটখানা তাঁর বাবা বনি কাপুরও।

মালয়ালাম ব্লকবাস্টার ‘সাইরাত’-এর হিন্দি রিমেক এই ছবি। ছবিটি দেখে মা শ্রীদেবীর মনে হয়েছিল,তার মেয়ে জাহ্নবীর এমনই কোনও কাজ দিয়ে অভিষেক হলে মঙ্গল। নির্মাতা করণ জোহরও বেছে নিলেন ‘সাইরাত’ আর এর হাত ধরেই প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবীর বলিউডের সোনালী যাত্রা শুরু হল।

বলিউড লাইফের খবরে বলা হয়েছে, ‘জিংগাত’ গানটি মুক্তির পর পরই বেশ আলোচিত হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমেও গানটির আলোড়ন চোখে পড়ার মত। আবার ‘ধড়ক’ ছবির মুক্তির দিন এগিয়ে আসায় ছবির প্রচারের জন্য বিভিন্ন অনুষ্ঠানে অংশও নিচ্ছেন জাহ্নবী কাপুর। গতকাল বৃহস্পতিবার একটি স্থানীয় রেডিও স্টেশনে সহ-অভিনেতা ঈশান খাট্টারকে নিয়ে উপস্থিত হয়েছিলেন তিনি।

ওই অনুষ্ঠানে জাহ্নবী বলেন, ‘আমাদের ছবিটি সামাজিক ইস্যুভিত্তিক। এই ছবিতে বেশ শক্তিশালী একটি বার্তা আছে। আমি মনে করি, সবার এই ছবিটি দেখা উচিত।’

‘জিংগাত’ শিরোনামের গানটির দর্শক-শ্রোতার মাঝে সাড়াজাগানোর বিষয়ে তিনি বলেন, ‘গানটির জন্য ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে আমি সত্যিই খুব খুশি। আমি বুঝতে পারছি, গানটির মারাঠি সংস্করণের প্রতি অনেকের ভালো লাগা আছে। তবে ‘ধড়ক’-এর গল্প ও চরিত্রের বিচারে সদ্য মুক্তি পাওয়া গানটিও খুব গুরুত্বপূর্ণ। এই গানের চিত্রায়ণের সময় আমরা অনেক মজা করেছি। আশা করি, বড় পর্দায় দেখলে দর্শকদের আরও ভালো লাগবে।’

নতুন গানের চিত্রায়ণ দেখে যারপরনাই খুশি হয়েছেন তাঁর বাবা ও বলিউডের প্রভাবশালী প্রযোজক বনি কাপুর, জানান জাহ্নবী। তিনি বলেন, ‘ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ায় বেশ খুশি হয়েছেন বাবা। তিনিই আমাকে জানিয়েছেন যে, বিভিন্ন ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।’

রোমান্টিক গল্পের ছবি ‘ধড়ক’ পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান। ধর্মা প্রোডাকশনস ও জি স্টুডিওজের ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি। ২০১৬ সালের মারাঠি ছবি সাইরাত-এর রিমেক হলো ধড়ক।

শ্রীদেবীকে উৎসর্গকৃত করণ জোহর প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ২০ জুলাই। এতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন শহিদ কাপুরের সৎ ভাই ঈশান খাট্টার।

   

About

Popular Links

x